East Bengal FC News: কথা রাখল ইস্টবেঙ্গল, সমর্থকদের কথা ভেবে এমন কাজই করল লাল-হলুদ ব্রিগেড!

East Bengal FC News 2025: চলতি কলকাতা ফুটবল লিগে খেতাব জয় ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছে আপাতত সময়ের অপেক্ষা। চ্যাম্পিয়নশিপ পর্বের আগামী ম্য়াচে জয়লাভ করতে পারলেই তাদের স্বপ্নপূরণ হবে।

East Bengal FC News 2025: চলতি কলকাতা ফুটবল লিগে খেতাব জয় ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছে আপাতত সময়ের অপেক্ষা। চ্যাম্পিয়নশিপ পর্বের আগামী ম্য়াচে জয়লাভ করতে পারলেই তাদের স্বপ্নপূরণ হবে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (14)

ইস্টবেঙ্গলের হয়ে গোলের দরজা খুলে দিলেন ডেভিড

East Bengal FC: সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, 'কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখেনি'। এই লাইনটা ইস্টবেঙ্গল ফুটবল দলের ক্ষেত্রে একেবারেই খাটে না। তারা অবশ্য সমর্থকদের যে কথা দিয়েছিল, সেই কথা রেখেছে। ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে যখন ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছে ইস্টবেঙ্গল ২-১ গোলে হেরে গিয়েছিল, সেইসময় অনেকেই অনেক কথা বলেছিলেন। এমনকী, ডায়মন্ড হারবার এফসি-র কর্মকর্তা মানস ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, এবার থেকে নাকি ছোট-বড় দল বলে কোনও পার্থক্য থাকবে না। 

Advertisment

East Bengal FC: ম্লান হল হিরের দ্যুতি, ডুরান্ডের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল

খুব স্বাভাবিকভাবেই এই মন্তব্য হজম করতে পারেননি লাল-হলুদ সমর্থকরা। দলের ম্য়ানেজমেন্ট তখনই কথা দিয়েছিল, যত দ্রুত সম্ভব ডায়মন্ড হারবার এফসি-কে হারিয়ে এই অপমানের যোগ্য জবাব দেবে। অবশেষে রবিবার (১৪ সেপ্টেম্বর) এল সেই সুযোগ। ২৫ দিন পর কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) সেই ডায়মন্ড হারবার এফসি-কেই তারা ৩-১ গোলে পরাস্ত করল। এতদিনে হয়ত লাল-হলুদ সমর্থকদের মনের জ্বালা মিটল। তবে সমর্থকদের মানরক্ষার পর ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়াা টিমের পক্ষ থেকে একটি বিশেষ পোস্ট করা হয়েছে। সেখানেই প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি-কে পাল্টা খোঁচা দেওয়া হয়েছে।

Advertisment

East Bengal FC News: লাল-হলুদে 'বজ্রাঘাত'! বড়সড় চুরি, তুমুল তোলপাড় ক্লাবে

রবিবাসরীয় ম্য়াচের নায়ক অবশ্যই জেসিন টিকে। ৬১ মিনিটে তিনি ডেভিড লালনসাঙ্গার পরিবর্তে মাঠে নেমেছিলেন। আর শুধুমাত্র খেলতে নেমেছিলেন বললে বোধহয় কিছুটা হলেও অবিচার করা হবে। লাল-হলুদ ব্রিগেডের এই তরুণ ফুটবলার এলেন, দেখলেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে জেসনের পা থেকে জোড়া গোল বেরিয়ে আসে। প্রথমে ম্য়াচের ৭৫ মিনিটে তিনি ইস্টবেঙ্গলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছিলেন। বাঁ প্রান্ত থেকে পাস বাড়িয়েছিলেন সায়ন। আর সেই পাস থেকেই আসে গোল। এরপর সংযুক্তি সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। সেইসঙ্গে ইস্টবেঙ্গলের জয়েও সিলমোহর পড়ে যায়।

East Bengal FC Win: অবশেষে লাল-হলুদ সমর্থকদের স্বপ্নপূরণ, উল্লাসে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

এই ম্য়াচে জয়লাভ করতে না করতেই ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিম একটি পোস্ট শেয়ার করে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'আমাগো DIAMONDS'। বুঝতে কোনও অসুবিধা হওয়ারই কথা নয় যে এই পোস্টটি ডায়মন্ড হারবার এফসি-কে বিঁধেই করা হয়েছে। আর কেন করা হয়েছ, সেটা আর নতুন করে বলার দরকার নেই। মুহূর্তের মধ্যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আসতে শুরু করেছে কমেন্টের বন্যাও। সকল ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে শুধুমাত্র একটাই কথা। এতদিনে প্রতিশোধ সম্পন্ন হল।

East Bengal FC: অপেক্ষার অবসান, 'বিশেষ' দাবি মেনে নিল ইস্টবেঙ্গল, আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

দেখে নিন সেই পোস্ট:

তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, কলকাতা ফুটবল লিগ জয় করা ইস্টবেঙ্গল দলের কাছে আপাতত সময়ের অপেক্ষা। চ্যাম্পিয়নশিপ পর্বের দুটো ম্যাচ থেকে তারা মোট ৬ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। পরের ম্য়াচটা জিততে পারলেই কেল্লাফতে! কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। সংস্কৃত ভাষায় একটি শ্লোক রয়েছে - 'চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ।' ডায়মন্ড হারবার এফসি-কে হারানোর পর এই শ্লোকটাই যে ইস্টবেঙ্গল সমর্থকদের মূলমন্ত্র হয়ে উঠবে, তা বলা যেতেই পারে। 

CFL 2025-26 Durand Cup 2025 Diamond Harbour FC East Bengal FC