East Bengal New Footballer: কলকাতা ডার্বির পরদিন, রবিবারই শহরে এসে গিয়েছিলেন মরক্কোর জাতীয় দলের ফুটবলার হামিদ আহদাদ। অবশেষে মঙ্গলবার এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের (East Bengal) জার্সি পরলেন তিনি। এই মরশুমে লাল-হলুদের (East Bengal Transfer Update) ষষ্ঠ বিদেশি হিসাবে দলে যোগ দিলেন আহদাদ। লাল-হলুদ শিবির আশাবাদী, আক্রমণভাগে অভিজ্ঞ এই স্ট্রাইকারের উপস্থিতিতে আরও ধার বাড়বে দলের।
৩০ বছর বয়সি আহদাদ মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন। তার এমন বহুমুখী দক্ষতায় খুশি কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। কোচের কথায়, “আহদাদ দুর্দান্ত গোলস্কোরার। ওঁর অভিজ্ঞতা আমাদের দারুণ কাজে আসবে। মরক্কো ও মিশরের একাধিক নামী ক্লাবে খেলেছে, আন্তর্জাতিক স্তরেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ও দলে আসায় আমাদের আক্রমণভাগ আরও শক্তিশালী হল।”
আরও পড়ুন ঘুম উড়বে প্রতিপক্ষের ডিফেন্ডারদের, ইস্টবেঙ্গলে আসছে মরোক্কান 'গোলমেশিন'
ইস্টবেঙ্গলে (East Bengal FC) যোগ দিয়ে রোমাঞ্চিত আহদাদও। তাঁর কথায়, “এই ঐতিহ্যবাহী ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। শতাব্দীপ্রাচীন এমন একটি ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আগে জামালেক এফসিতে খেলেছি, ফলে ডার্বির চাপ ও উত্তেজনা সম্পর্কে ভালই জানি। কলকাতা ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটা এশিয়ার অন্যতম বড় ফুটবল যুদ্ধ। আমি আমার সেরাটা দিতে চাই ক্লাব ও সমর্থকদের জন্য। লক্ষ একটাই, যত বেশি সম্ভব ট্রফি জেতা।”
হামিদ ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে খেলতেন মরক্কোর অন্যতম প্রাচীন ক্লাব এমএএস ফেস বা মাঘ্রিব ফেজ ক্লাবে। লম্বা চেহারার এই ফুটবলার মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলেন। প্রয়োজনে লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। তাঁর ঝুলিতে মিশরের লিগ খেতাব, মরক্কোর লিগ চ্যাম্পিয়নশিপ, আফ্রিকান কনফেডারেশন কাপ রয়েছে। গত মরশুমে মাঘ্রিবের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন হামিদ। গোল করেছেন ৩টি এবং করিয়েছেন ৩টি। খোদ মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা এই ফুটবলারের ভূয়সী তারিফ করেছেন।
আরও পড়ুন ডুরান্ডের আগেই চরম দুঃসংবাদ! সমর্থকদের কাঁদিয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার
নতুন মরশুম শুরুর আগে শক্তিশালী স্কোয়াড গঠনে কোমর বেঁধে নেমেছিল ইস্টবেঙ্গল। হামিদ দলে যোগ দেওয়ায় লাল-হলুদের আক্রমণভাগ যে আরও ধারালো হল, তা বলাই বাহুল্য।