East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে 'দুর্দান্ত খবর', ভুলে যাবেন ডার্বি হারের যন্ত্রণা

East Bengal FC: শেষ হল ১২৫ তম আইএফএ শিল্ড টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনালে আয়োজন করা হয়েছিল কলকাতা ডার্বি ম্য়াচ। টাইব্রেকারে হয় ম্য়াচের ফয়সালা। ৫-৪ গোলে জয়লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড।

East Bengal FC: শেষ হল ১২৫ তম আইএফএ শিল্ড টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনালে আয়োজন করা হয়েছিল কলকাতা ডার্বি ম্য়াচ। টাইব্রেকারে হয় ম্য়াচের ফয়সালা। ৫-৪ গোলে জয়লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC (19)

শিল্ড ফাইনালে পরাস্ত ইস্টবেঙ্গল

East Bengal FC: শেষ হল ১২৫ তম আইএফএ শিল্ড (IFA Shield 2025) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনালে আয়োজন করা হয়েছিল কলকাতা ডার্বি ম্য়াচ। একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট এবং অন্যদিকে ইস্টবেঙ্গল এফসি। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে দুটো দলই একটি করে গোল করে। অবশেষে টাইব্রেকারে হয় ম্য়াচের ফয়সালা। ৫-৪ গোলে জয়লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। আর যে একটি গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল, সেটা মিস করেছিলেন জয় গুপ্তা (Jay Gupta)। সেকারণে ম্য়াচের পর তিনি রীতিমতো ভেঙে পড়েন।

Advertisment

East Bengal Goal Miss: মোক্ষম সময়ে গোল মিস! ইস্টবেঙ্গলের হারের জন্য দায়ী জয় গুপ্তাই?

অনুতপ্ত জয় গুপ্তা

ম্যাচের শেষে তিনি লাল-হলুদ সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। সঙ্গে এও কথা দিলেন যে ১০ ট্রফি জিতিয়ে ইস্টবেঙ্গলকে নিজের ভুল পুষিয়ে দেবেন। এই মর্মে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন জয় গুপ্তা। সেখানে তিনি লিখেছেন, 'ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের আমি একটাই কথা বলতে চাই। ফাইনাল ম্য়াচে যে পেনাল্টি মিস করেছি, তার সম্পূর্ণ দায় আমি গ্রহণ করছি। ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা, সবসময়ই যথেষ্ট গর্বের বিষয়। বর্তমানে এই ক্লাবের প্রত্যেকটা সমর্থক, সতীর্থ ফুটবলার এবং বৃহত্তর পরিবারের প্রত্যেক সদস্যের মনে কী চলছে, সেটা খুব ভাল করেই বুঝতে পারছি। এই মুহূর্তটা অত্যন্ত যন্ত্রণার। কোনও মুখের কথায় এই হতাশা কাটানো সম্ভব নয়। প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকের মনের মধ্যে যে আজ কী চলছে, সেটা আমি খুব ভাল করেই বুঝতে পারছি।'

Advertisment

East Bengal FC Goal: আগুন গোল আহদাদের, পেনাল্টি মিস করে তোপের মুখে কামিন্স

আরও বললেন...

তিনি আরও যোগ করেন, 'যাইহোক, এই পরিস্থিতিতে একটা কথা আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। এই পরাজয় আমার অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে। কথা দিচ্ছি, এই হারের যন্ত্রণা আমি পুষিয়ে দেব। আর সেইজন্য আরও অক্লান্ত পরিশ্রম করব। এই একটা ভুলের খেসারত আমি ১০ ট্রফি জিতিয়ে পুষিয়ে দেব। কথা দিলাম। আপাতত আমার এটাই লক্ষ্য।'

East Bengal FC: 'মাঠের খেলাটা মাঠেই থাকে...', ডার্বির আগে চরম 'হুঙ্কার' ইস্টবেঙ্গলের

সুপার কাপে বদলার সুযোগ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ IFA শিল্ড ফাইনালে মোহনবাগানের চোখে-চোখ রেখে ১২০ মিনিট লড়াই করেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডকে প্রথম লিড এনে দিয়েছিলেন মরোক্কোর ফুটবলার হামিদ আহদাদ। কিন্তু, প্রথমার্ধের সংযুক্তি সময়ে সেই গোল শোধ করে দেন মোহনবাগানের তরুণ ফুটবলার আপুইয়া রালতে। এরপর সুপার কাপে মুখোমুখি হবে কলকাতার এই শতাব্দী-প্রাচীন ২ ফুটবল ক্লাব। চলতি মাসের অন্তিম তারিখে সেই মহারণ আয়োজন করা হয়েছে। শিল্ডের বদলা সুপার কাপে ইস্টবেঙ্গল নিতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Jay Gupta IFA Shield 2025 East Bengal FC