/indian-express-bangla/media/media_files/2025/10/18/jay-gupta-1-2025-10-18-21-55-06.jpg)
পেনাল্টি মিস করলেন জয় গুপ্তা
East Bengal FC: ২২ বছর পর ফের একবার আইএফএ শিল্ড (IFA Shield 2025) খেতাব জয় করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি'কে তারা ৫-৪ গোলে পরাস্ত করেছে। এই ম্য়াচের ফলাফল শেষপর্যন্ত টাই-ব্রেকার থেকে নির্ধারিত হয়েছে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়েছিল।
Mohun Bagan wins IFA Shield: আইএফএ শিল্ড জয় মোহনবাগানের, টাই-ব্রেকারে নায়ক বিশাল কাইথ
এই হারের পর ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ জয় গুপ্তাকে (Jay Gupta) অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছে। কেন আচমকা এই ভারতীয় ফুটবলারকে টার্গেট করা হচ্ছে? শ্রীনিধি ডেকান্সের বিরুদ্ধে প্রথম গোল করার পর যে ফুটবলারকে নিয়ে লাল-হলুদ সমর্থকরা মাথায় তুলে নাচানাচি শুরু করেছিলেন, আজ তাঁকেই 'গো ব্যাক' বলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করছেন না।
Mohun Bagan Super Giant Goal: দুরন্ত গোল মোহনবাগানের, নায়ক হয়ে উঠলেন আপুইয়া
গোল করার সুযোগ মিস করলেন জয় গুপ্তা
আসলে ১২৫ তম আইএফএ শিল্ড ফাইনাল যখন টাই-ব্রেকারে গড়ায়, ঠিক সেইসময় ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোলটি করতে এসেছিলেন জয় গুপ্তা। কিন্তু, বিশাল কাইথ (Vishal Kaith) অসামান্য দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে সেই শটটি বাঁচিয়ে দেন। আর এখানেই ম্য়াচের মোড় ঘুরে যায়। এরপর পেত্রাতোস এবং মেহতাব সিং ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। শনিবার (১৮ অক্টোবর) ইস্টবেঙ্গল ৩০ নম্বর আইএফএ শিল্ড জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। কিন্তু, মশালবাহিনীর একাংশের কথায়, জয় গুপ্তার কারণেই এই ম্য়াচটা তাদের হাতছাড়া হয়ে যায়।
আসলে, জয় গুপ্তাকে সই করানো নিয়ে ইস্টবেঙ্গল ইতিপূর্বে যথেষ্ট কাঠখড় পুড়িয়েছিল। শোনা যায়, দলবদলের বাজারে এফসি গোয়ার এই প্রাক্তন ফুটবলারের দিকে হাত বাড়িয়েছিল নাকি মোহনবাগান সুপার জায়ান্টও। কিন্তু, শেষপর্যন্ত অভিষেক টেকচাম সিংয়ের সঙ্গে চুক্তি পাকা হয়ে যাওয়ার কারণে জয়কে কার্যত বাধ্য হয়েই ছেড়ে দিতে হয়। আর সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি মশালবাহিনী। রেকর্ড ট্রান্সফার ফি'তে তারা এই ভারতীয় ফুটবলারকে সই করিয়ে নেয়।
Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে দারুণ 'সুখবর', জানিয়ে দিলেন অধিনায়ক শুভাশিস
বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, জয় গুপ্তাকে সই করানোর জন্য এফসি গোয়ার হাতে তুলে দিতে হয়েছে দেড় কোটি টাকা। এর পাশাপাশি ১০ লাখ টাকা পারফরম্য়ান্স বোনাস হিসেবে যোগ করা হয়েছে। ইতিপূর্বে, এফসি গোয়া কোনও ভারতীয় ফুটবলারের জন্য এমন আকাশছোঁয়া অঙ্কের ট্রান্সফার ফি কখনও পায়নি। আইবানবাহ ডোহলিংয়ের জন্য তারা কেরালা ব্লাস্টার্সের থেকে ১.৪ কোটি টাকা ট্রান্সফার ফি পেয়েছিল। কিন্তু, এবার কেরালাকেও ছাপিয়ে গেল ইস্টবেঙ্গল এফসি।