/indian-express-bangla/media/media_files/2025/06/16/27gD0L32RaRA6KEjstG7.jpg)
East Bengal transfer news: হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal Footballer: ছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) নয়ন মণি। নাইজেরিয়ার এই ফুটবলারের সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল লাল-হলুদ সমর্থকদের। ২০২১ সালে লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে। বেশিদিন খেলেননি ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়ে। কিন্তু আজও আইএসএলে ইস্টবেঙ্গলের সেরা ১০ গোলের তালিকায় সবার উপরে রয়েছে তাঁর বিখ্যাত গোল। সেই ফুটবল তারকা আবার ফিরছেন কলকাতায়। আবার কাঁপাবেন ময়দান। কিন্তু লাল-হলুদ জার্সিতে নয়, খেলবেন প্রতিদ্বন্দ্বী ক্লাবে।
কিছুদিন আগেই তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তাঁর নাম ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। লাল-হলুদের এই প্রাক্তন ফুটবলার নাকি কলকাতায় ফিরছেন, এমন খবর সামনে আসে। তবে ইস্টবেঙ্গলের হয়ে নয়, এবার তাঁকে দেখা যাবে আই লিগ-২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি-তে (Diamond Harbour FC)। সেই জল্পনা এ মাসের শুরুতেই প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায়।
আরও পড়ুন ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বাম্পার খবর! ময়দান কাঁপাতে আসছেন লাল-হলুদের 'গোলমেশিন'
খবরটা যে সত্যি ছিল তার প্রমাণ মিলল চলতি মাসেই। এবার সত্যি সত্যিই ইস্টবেঙ্গলের 'নয়ন মণি' খেলবেন ডায়মন্ড হারবার এফসি-র হয়ে। এই মরশুমে আই লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব। ডায়মন্ড হারবার এফসি-তে সই করেছেন ব্রাইট। লাল-হলুদ সমর্থকদের হতাশ করবে এই খবর। শোনা যাচ্ছে, কলকাতা লিগেও তাঁকে খেলাতে পারে কিবু ভিকুনিয়ার দল। সেক্ষেত্রে পুরনো ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে দেখা যেতে পারেন ব্রাইটকে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/04/ssYfoGRAHDI9DhnK2Aaa.jpg)
২০২১ সালের ১ জানুয়ারি ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিয়েছিলেন ব্রাইট এনোবাখারে। ২০২০-২১ মরশুমের বাকি ম্য়াচগুলো খেলার জন্যই তাঁর সঙ্গে চুক্তি করেছিল লাল-হলুদ ব্রিগেড। আইএসএল আসরে ইস্টবেঙ্গল সেইসময় তাদের অভিষেক মরশুমে যথেষ্ট পরিশ্রম করছিল। এই পরিস্থিতিতে ব্রাইটের যোগদান লাল-হলুদ ব্রিগেডে কিছুটা হলেও অক্সিজেন নিয়ে আসে।
আরও পড়ুন ইস্টবেঙ্গলকে আর আটকায় কে! লাল-হলুদ সমর্থকদের জন্য জোড়া খুশির খবর
২০২১ সালের ৩ জানুয়ারি মশাল ব্রিগেডের হয়ে প্রথম মাঠে নামেন ব্রাইট। অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। ওড়িশা এফসি-কে হারায় ইস্টবেঙ্গল। তার পর থেকেই লাল-হলুদ জনতার প্রিয় উজ্জ্বলদা হয়ে ওঠেন ব্রাইট। যাঁর নাম ব্রাইট, তিনি ফুটবল মাঠে তো ঔজ্জ্বল্য ছড়াবেন সেটাই স্বাভাবিক।
পরের ম্য়াচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্য়াচে ব্রাইট কার্যত একক দক্ষতায় মাঠ মাঠ থেকে ড্রিবল করে একটি চোখ ধাঁধানো গোল করেন। আজও আইএসএল ইতিহাসে ওই গোলটা রেকর্ড বুকে তোলা রয়েছে। ব্রাইটকে যে ইস্টবেঙ্গল কেন ছেড়ে দিল, সেই কারণটা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, ক্লাবে আর্থিক টানাটানির কারণে ব্রাইটকে নাকি ইস্টবেঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।
আরও পড়ুন রোনাল্ডোর বিরুদ্ধে খেলা তারকাকে আনছে ইস্টবেঙ্গল! বাঁধভাঙা আনন্দ লাল-হলুদ জনতার
সেই ব্রাইট নাকি এবার ডায়মন্ড হারবার এফসি-তে খেলবেন। তবে যতই তিনি অন্য ক্লাবে সই করুন, তাঁকে নিয়ে এখনও আবেগপ্রবণ লাল-হলুদ সমর্থকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন, তাঁর প্রতি আবেগের জন্যই ডায়মন্ড হারবার এফসি-তে তাঁর খেলা দেখবেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আবার তাঁর ঔজ্জ্বল ছড়িয়ে পড়বে ভারতীয় ফুটবলে, কলকাতার ময়দানে।