East Bengal beats South United FC 5-0 in Durand Cup: ঠিক যেমনটা ভাবা হয়েছিল, ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচে তেমনই পারফরম্যান্স করল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। দুর্বল সাউথ ইউনাইটেড এফসি-র (South United FC) বিরুদ্ধে দাপুটে জয়লাভ করে, কোয়ার্টার ফাইনালের দিকে একধাপ পা তারা বাড়িয়ে রাখল। ১৮,৫০০ দর্শকের সামনে এই ম্যাচে ৫-০ গোলে জয়লাভ করল লাল-হলুদ ব্রিগেড।
আগামী ৬ অগাস্ট নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মশালবাহিনী। এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে ইস্টবেঙ্গলের (East Bengal) জয় যে অবধারিত, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
যাইহোক, ম্যাচের কথায় আসা যাক। ম্যাচের শুরুতেই (১০ মিনিটে) গোল করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এডমুন্ড লালরিন্ডিকা। কিন্তু, শটটি মারার সময় তাঁরই সতীর্থ ডেভিড গোল লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁর গায়ে বলটি প্রতিহত হয়ে ফিরে আসে। যাইহোক, এই দুঃখ অবশ্য লাল-হলুদ ব্রিগেডকে বেশিক্ষণ সহ্য করতে হয়নি। ১২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোলের দরজা খুলে দিয়েছিলেন চুমনুঙ্গা।
আরও পড়ুন গোল তো নয়, আগুনের গোলা! প্রথমার্ধ শেষে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড
এরপর ৩৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করলেন সল ক্রেসপো। সাউথ ইউনাইটেড এফসি-র ডিফেন্ডার আবদুল সালাহ শিরগোজরি বাজেভাবে ট্যাকল করে ফেলেন ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড ডেভিড লালনসাঙ্গাকে। আর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন।
এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল খেলার গতি অনেকটাই কমিয়ে দিয়েছিল। কিন্তু, একেবারে শেষবেলায় জ্বলে উঠলেন বিপিন সিং। ৮৯ মিনিটে তিনি ইস্টবেঙ্গলের স্কোর ৩-০ করে দেন। বিপিনকে লক্ষ্য করে একটি অসাধারণ থ্রু বল বাড়ান দিয়ামান্তাকোস। সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের মাঝামাঝি জায়গায় ছিলেন বিপিন। বলটা রিসিভ করেই তিনি নিখুঁত দক্ষতায় সাউথ ইউনাইটেড এফসি-র জালে জড়িয়ে দেন। ডান পায়ে কার্যত শিল্প দেখালেন বিপিন।
আরও পড়ুন বিদেশি 'গোলমেশিন'কে ছাড়াই নামছে ইস্টবেঙ্গল! ডুরান্ডে কোন ছকে দল সাজালেন অস্কার?
এরপর আর বেঙ্গালুরুর এই ফুটবল ক্লাবের ফেরার কোনও রাস্তা ছিল না। কিন্তু, এখানেই শেষ নয়। ৮৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করলেন দিয়ামান্তাকোস। ৮৯ মিনিটে পঞ্চম গোল করেন মহেশ। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বেজে যায়।