East Bengal FC: ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। বুধবার (২৩ জুলাই) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্টের শুভ সূচনা হল। উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং সাউথ ইউনাইটেড এফসি। তবে এই ম্য়াচে প্রথম একাদশে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) রাখলেন না লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)।
একনজরে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ:
দেবজিৎ, রাকিপ, মার্তন্ড, আনোয়ার, নুঙ্গা, রশিদ, সল ক্রেসপো, নাওরেম মহেশ, পিভি বিষ্ণু, এডমান্ড লালরিন্ডিকা, ডেভিড।
East Bengal FC News Updates: আসতে না আসতেই 'সমস্যা'! কেন ডুরান্ডের প্রথম ম্য়াচে খেলবেন না মিগুয়েল-সিবিয়ে?
রিজার্ভ বেঞ্চ:
প্রভসুখন গিল, বিপিন সিং, রামসাঙ্গা, মার্ক জো, দিয়ামান্টাকোস, নন্দ কুমার, প্রভাত লাকরা, জেসিন টিকে, জিকসন সিং।
East Bengal FC in Durand Cup: 'ওরা অনেক বেশি সময় পেয়েছে...', ডুরান্ডে নামার আগেই নাকেকান্না অস্কারের?
টুর্নামেন্ট শুরুর আগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হল। প্রথম বাংলার লোকশিল্প ছৌ-নাচের আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠানের।
East Bengal Transfer Update: ডুরান্ডের আগেই চরম দুঃসংবাদ! সমর্থকদের কাঁদিয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার
বিকেল পৌনে পাঁচটা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনেই যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর যুবভারতীর আকাশ দিয়ে উড়ে যায় সেনাবাহিনীর তিনটে হেলিকপ্টার। একটায় ছিল ভারতের পতাকা, একটায় ইস্টার্ন কমান্ডের পতাকা, আর একটায় AIFF-এর পতাকা।
East Bengal FC Tickets: আজই শেষ সুযোগ, ফ্রি'তে টিকিট দিচ্ছে ইস্টবেঙ্গল! কীভাবে নেবেন আপনি?
যাইহোক, নৃত্যানুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুই দলের ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন। অবশেষে ফুটবলে শট মেরে তিনি এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন। উদ্বোধনী ম্য়াচে যুবভারতী স্টেডিয়াম না ভরলেও, লাল-হলুদ সমর্থকদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। এবার এই ম্য়াচে শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে, সেটাই আপাতত দেখার।
কোথায় দেখবেন এই ম্যাচের লাইভ সম্প্রচার?
২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি ম্য়াচটি টেলিভিশনের পর্দায় ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Ten2 HD) সরাসরি সম্প্রচার করা হবে। এর পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে সোনি লিভ (Sony LIV) অ্যাপ এবং ওয়েবসাইটে চোখ রাথতেই পারেন। আর চিন্তা কীসের? উপভোগ করুন এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট।