East Bengal FC Goal: গোল তো নয়, আগুনের গোলা! প্রথমার্ধ শেষে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড
East Bengal FC: ২০২৫ ডুরান্ড কাপের প্রথম ম্য়াচে দুর্দান্ত শুরু করল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তুলনামূলক অনেকটাই দুর্বল। আশা করাই হয়েছিল যে প্রথম ম্যাচে অস্কার বাহিনী অ্যাডভান্টেজ পজিশনে থাকবে।
East Bengal FC: ২০২৫ ডুরান্ড কাপের প্রথম ম্য়াচে দুর্দান্ত শুরু করল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তুলনামূলক অনেকটাই দুর্বল। আশা করাই হয়েছিল যে প্রথম ম্যাচে অস্কার বাহিনী অ্যাডভান্টেজ পজিশনে থাকবে।
East Bengal FC: ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্য়াচে দুর্দান্ত শুরু করল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তুলনামূলক অনেকটাই দুর্বল। আশা করাই হয়েছিল যে প্রথম ম্যাচে অস্কার বাহিনী অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। আর আশানুরূপ পারফরম্য়ান্সই করল কলকাতার এই শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব। প্রথমার্ধ শেষে তারা ২-০ গোলে এগিয়ে রয়েছে।
Advertisment
শুরুতে লাল-হলুদ সমর্থকরা কিছুটা হলেও আশা হত হয়েছিলেন। নেহাতই তাদের কপাল খারাপ ছিল। নাহলে ১০ মিনিটে গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন এডমান্ড লালরিন্ডিকা। কিন্তু, তাঁরই সতীর্থ ডেভিড গোল লাইনে দাঁড়িয়ে বলটা আটকে দেন। এই ঘটনার পর অনেকেই বলতে শুরু করেছিলেন যে ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গলেই।
কিন্তু, এই দুঃখের রেশ দীর্ঘস্থায়ী হয়নি। ১২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করলেন চুনুঙ্গা। বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত একটি শট মারলেন তিনি। ডান পায়ে বলটাকে প্রথমে নিয়ন্ত্রণে আনেন ইস্টবেঙ্গলের এই লেফট-ব্যাক। এরপর টপ লেফট কর্নার দিয়ে বলটা তিনি সাউথ ইউনাইটেড এফসি-র জালে জড়িয়ে দিলেন।
প্রথমার্ধের শেষবেলায় সাউথ ইউনাইটেডের ভুলে আরও একটি গোল পেল ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার সালাহ ইস্টবেঙ্গলের এডমান্ডকে বাজেভাবে ট্যাকল করে ফেলেন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এরপর স্পট-কিক নিতে আসেন 'বার্থডে বয়' সল ক্রেসপো। ঠান্ডা মাথায় তিনি ইস্টবেঙ্গলের লিড ডাবল করে দেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বুধবার (২৩ জুলাই) থেকে ১৩৪ তম ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইস্টবেঙ্গল ম্যাচ শুরুর আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে দেশের একাধিক রেজিমেন্ট থেকে নৃত্যানুষ্ঠান পারফর্ম করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত তিনি ফুটবলে শট মেরে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন।
বলে শট মারছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উদ্বোধনের পর তিনি বললেন, 'ডুরান্ড কাপ প্রাচীনতম টুর্নামেন্টে। ১৮৮৮ সালে শুরু হয়েছে। আজকে ইস্টবেঙ্গল খেলছে। বাংলায় শুরু হল। এবার বাংলার চারটে দল অংশ নিচ্ছে। আমরা গর্বিত। আগামী বছর ডুরান্ড আরও বড় করে হবে।' আইএসএল নিয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেননি মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলেন, 'আমাকে এই প্রসঙ্গে এখানে জিজ্ঞেস করবেন না। এই নিয়ে কথা বলার এটা আদর্শ জায়গা নয়।'