Mohun Bagan Super Giant: বাগানের তারকা ফুটবলারকে নিয়ে বড় খবর, মাথায় বাজ পড়ল সবুজ-মেরুন সমর্থকদের

Jamie Maclaren Mohun Bagan: জেমি ম্য়াকলারেন যে বাগানের ভরসার অন্যতম বড় স্তম্ভ তা বলা যেতেই পারে। সম্প্রতি তাঁকে নিয়ে এমন একটি খবর ছড়াতে শুরু করেছে, তা নিয়ে তোলপাড় গোটা বাগান।

Jamie Maclaren Mohun Bagan: জেমি ম্য়াকলারেন যে বাগানের ভরসার অন্যতম বড় স্তম্ভ তা বলা যেতেই পারে। সম্প্রতি তাঁকে নিয়ে এমন একটি খবর ছড়াতে শুরু করেছে, তা নিয়ে তোলপাড় গোটা বাগান।

author-image
Koushik Biswas
New Update
Jamie Maclaren and Dimi Petratos

দিমিত্রিয়স পেত্রাতোসের সঙ্গে জেমি ম্য়াকলারেন

Mohun Bagan Super Giant: জেমি ম্য়াকলারেন। এই অজি স্ট্রাইকার আপাতত মোহনবাগানের প্রাণভ্রমরা। সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামলেই গোটা দলের মধ্যে একটা বিদ্যুৎ খেলে যায়। কিন্তু, শনিবাসরীয় বিকেলবেলা সেই জেমিকে নিয়েই কার্যত এতটি খবর ছড়িয়ে পড়েছে বাগান শিবিরে। এই খবরটি শোনার পর সবুজ-মেরুন সমর্থকদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। কী সেই খবর, আসুন জেনে নেওয়া যাক।

Advertisment

আসলে, ২০২৫ ডুরান্ড কাপের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট রিজার্ভ দল মাঠে নামালেও, নক-আউট পর্বে যে তারা সিনিয়র দলকেই খেলাতে চায়, তা বলাই বাহুল্য। আর সেকারণেই বিদেশি ফুটবলারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আগামী ২ অগাস্টের মধ্যে মেরিনার্স শিবিরে নাম লিখিয়ে ফেলে। এমনকী, দলের হেড কোচ হোসে মলিনারও ওই একই সময় কলকাতায় আসার কথা। কিন্তু, জেমি ম্য়াকলারেনের একটি সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Mohun Bagan Super Giant: অস্কার তো চলে এলেন, এবার মলিনা কবে আসবেন কলকাতায়?

Advertisment

আসলে, কথা ছিল যে আগামী ২৯ জুলাই কলকাতায় চলে আসবেন জেমি ম্য়াকলারেন। ওই দিনই আবার মোহনবাগান দিবস উপলক্ষ্যে আয়োজন করা হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। ২০২৪-২৫ মরশুমের সেরা ফরোয়ার্ড আগেই নির্বাচন করা হয়েছে বাগানের এই অজি ফরোয়ার্ডকে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ২৯-এর মঞ্চেই তাঁর হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু, বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ২৯ জুলাই জেমি নাকি আসতে পারবেন না। কোনও ভিসা সমস্যার কারণে যে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করছেন, তা একেবারেই নয়। জানা গিয়েছে, পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। শোনা যাচ্ছে, ২৯ জুলাইয়ের পরিবর্তে ৪ অগাস্ট তিনি ভারতে আসতে পারেন।

Mohun Bagan vs East Bengal: ডার্বিতে মাত্র ১০ হাজার দর্শক? IFA-কে ধুয়ে দিলেন বাংলার তারকা ফুটবলার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৬ জুলাই থেকে ডুরান্ড অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানেই অনুশীলন সারবে সবুজ-মেরুন ব্রিগেড। এরপর হোসে মলিনা কলকাতায় পা রাখলে, তিনিই দায়িত্ব গ্রহণ করবেন। ডুরান্ডে মোহনবাগানের অভিযান কিছুটা হলেও দেরি করে শুরু হচ্ছে। আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে মেরিনার্সদের খেলা। প্রথম ম্য়াচে তারা ব্ল্যাক প্যান্থার্সদের বিরুদ্ধে খেলতে নামবে।

Mohun Bagan Super Giant