East Bengal FC: চরম সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, আনন্দে নাচছেন লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC: এবার কি ঘুরতে চলেছে ইস্টবেঙ্গল এফসি'র ভাগ্যের চাকা? সেটা আসন্ন ডুরান্ড কাপের পারফরম্য়ান্স দেখলেই স্পষ্ট হয়ে যাবে। ২০২৫ ডুরান্ড কাপের জন্য লাল-হলুদ ব্রিগেড একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।

East Bengal FC: এবার কি ঘুরতে চলেছে ইস্টবেঙ্গল এফসি'র ভাগ্যের চাকা? সেটা আসন্ন ডুরান্ড কাপের পারফরম্য়ান্স দেখলেই স্পষ্ট হয়ে যাবে। ২০২৫ ডুরান্ড কাপের জন্য লাল-হলুদ ব্রিগেড একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC Fans

উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC: বিগত কয়েক মরশুম ধরে খারাপ পারফরম্য়ান্সের কারণে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দলকে। কিন্তু, আর নয়? এবার ঘুরতে চলেছে ভাগ্যের চাকা? আসন্ন ডুরান্ড কাপের (Durand Cup 2025) কথা মাথায় রেখেই তারা একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল। আর সেই খবর সামনে আসতে না আসতেই লাল-হলুদ সমর্থকরা আপাতত আনন্দে নাচতে শুরু করেছে। কী সেই সিদ্ধান্ত? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু, ইস্টবেঙ্গল এফসি অবশ্য শুরু থেকেই জানিয়ে দিয়েছিল যে এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে চায়। আর এই সিদ্ধান্তে অবিচল থেকেই তারা প্রাক-মরশুম অনুশীলন আয়োজন করেছিল। তবে এবার জানা গিয়েছে যে আসন্ন টুর্নামেন্টে তারা পূর্ণ শক্তির দলই মাঠে নামাবে। অর্থাৎ ডুরান্ডকেই যে তারা পাখির চোখ করতে চাইছে, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না।

East Bengal News: প্রবল বৃষ্টিতে বাতিল ইস্টবেঙ্গলের ম্যাচ, আবার কবে হবে খেলা, কী জানাল IFA?

Advertisment

বিদেশি ফুটবলারদের জন্য শুরু হয়েছে ভিসা প্রক্রিয়া

সূত্রের খবর, বিদেশি ফুটবলারদের নিয়ে আসার জন্য় লাল-হলুদ ম্য়ানেজমেন্ট ভাবনাচিন্তা করছে। শুরু হয়ে গিয়েছে ভিসা প্রক্রিয়াও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি মিগুয়েল ফেরেইরা, মহম্মদ রাশিদদের সংশ্লিষ্ট দূতবাসে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যেতে পারে, শীঘ্রই এই বিদেশি ফুটবলাররা কলকাতায় পা রাখবেন। আর কলকাতায় আসামাত্র ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দেওয়া হবে।

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলে সই করে একথাই বললেন বিষ্ণু! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

শীঘ্রই কলকাতায় আসবেন অস্কার ব্রুজোঁও

তবে শুধুমাত্র ফুটবলাররাই নন, দলের স্প্যানিশ হেড কোচ অস্কার ব্রুজোঁও খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন। ২০২৫ ডুরান্ড কাপে একেবারে প্রথম সারির দলই নামাতে চায় ইস্টবেঙ্গল। সেকারণে ম্যানেজমেন্ট ইতিমধ্যে কোমর বাঁধতে শুরু করেছে। কিন্তু, সমস্যা একটাই। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশি ফুটবলাররা ভিসা পাবেন কি না, তা নিয়ে একটা সংশয় অবশ্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যে সকল ফুটবলারদের শেষপর্যন্ত পাওয়া যাবে, তাঁদের নিয়েই ডুরান্ডের দলগঠণ হবে বলে ক্লাব সূত্রের খবর।

East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের

আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি যে চূড়ান্ত ব্যর্থ, সেটা আর নতুন করে বলার দরকার নেই। এখনও পর্যন্ত শিরোপা জয় তো অনেক দুরের কথা. সুপার সিক্সের যোগ্যতাই তারা অর্জন করতে পারেনি। এহেন ফলাফল সমর্থকদের হতাশা এবং ক্ষোভও যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

East Bengal FC News: দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ইস্টবেঙ্গলের, ১০ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ

এই পরিস্থিতিতে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের সামনে সাফল্য অর্জন ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই। কয়েকমাস আগে ইমামি কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্টের একপ্রস্থ বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী মরশুমে ভাল দলগঠণই ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য হবে। সেক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কোনও সমস্যা হবে না। সেই কথাটা মাথায় রেখেই এবার ডুরান্ড কাপে মশালবাহিনী কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।

East Bengal FC Durand Cup 2025