East Bengal FC News: 'গর্বিত করব লাল-হলুদ সমর্থকদের...', ইস্টবেঙ্গলে যোগ দিয়েই হুঙ্কার মার্তন্ড রায়নার

East Bengal FC: আসন্ন মরশুমের জন্য় দল গোছানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। একে একে ফুটবলারদের সই করাতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। এবার সেই তালিকায় যুক্ত হল মার্তন্ড রায়নার নাম।

East Bengal FC: আসন্ন মরশুমের জন্য় দল গোছানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। একে একে ফুটবলারদের সই করাতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। এবার সেই তালিকায় যুক্ত হল মার্তন্ড রায়নার নাম।

author-image
Koushik Biswas
New Update
Martand Raina East Bengal

তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন ভারতীয় ফুটবলার মার্তন্ড রায়না

East Bengal FC: সুখের সময় শুরু হয়েছে ইস্টবেঙ্গল এফসি'র। সম্প্রতি পিভি বিষ্ণুর (PV Vishnu) সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। এবার এক তারকা ভারতীয় ডিফেন্ডারকে সই করাল মশালবাহিনী। রাজস্থান ইউনাইটেড এফসি থেকে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল দলে সই করলেন মার্তন্ড রায়না (Martand Raina)। জানা গিয়েছে, ১৬ নম্বর জার্সি পরে তিনি খেলতে নামবেন।

Advertisment

২০২৪-২৫ আই লিগ মরশুমে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন মার্তন্ড রায়না। ম্যানেজমেন্টের আশা, ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে তিনি আরও শক্তিশালী করতে পারবেন। বল দখলের লড়াইয়ে এই ভারতীয় সেন্টার-ব্যাকের যথেষ্ট সুনাম রয়েছে। গত আই-লিগ মরশুমে রায়না ২১ ম্য়াচে খেলতে নেমেছিলেন। মাঠে মোট ১,৭৬৬ মিনিট সময় কাটিয়েছেন। পাশাপাশি চারটে গোলও তাঁর নামের পাশে লেখা হয়েছে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা সেন্টার ব্যাক হিসেবে তাঁর নামই লেখা রয়েছে।

East Bengal FC: চরম সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, আনন্দে নাচছেন লাল-হলুদ সমর্থকরা

Advertisment

ইস্টবেঙ্গল সমর্থকদের গর্বিত করব: মার্তন্ড রায়না

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর মার্তন্ড রায়না বললেন, 'এই ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই সম্মানিত। ইস্টবেঙ্গল ক্লাবের সমৃদ্ধ ইতিহাস এবং অনুগত সমর্থকরা আমাকে অনুপ্রাণিত করবে। বাংলা ফুটবলে আমি একেবারে নতুন নই। ইতিপূর্বে অ্যাডামাস ইউনাইটেডের হয়ে খেলে গিয়েছি। তবে এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। আশা করছি, আগামীদিনে ইস্টবেঙ্গল এফসি'র সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারব। নিজের পারফরম্য়ান্সের দৌলতে গর্বিত করতে পারব সমর্থকদের।'

East Bengal FC: 'ইস্টবেঙ্গলকে নিয়ে ডুগডুগি বাজাতাম...', বিতর্কিত মন্তব্য সুরুচি কোচের

উচ্ছ্বসিত অস্কার ব্রুজোঁ

অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজোঁও রাজস্থানের এই ডিফেন্ডারকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বললেন, 'গত আই-লিগ মরশুমে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নজর কেড়েছিলেন রায়না। ওর পারফরম্য়াান্স যথেষ্ট ধারাবাহিক। আমাদের রক্ষণভাগ আরও শক্তিশালী করার জন্যই ওকে সই করিয়েছি। আশা করি, দলের প্রথম একাদশে রায়নাকে দেখতে পাওয়া যাবে।'

East Bengal FC News: দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন ইস্টবেঙ্গলের, ১০ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ

আই-লিগে ধারাবাহিক ভালো পারফরম্য়ান্স নজর কেড়েছিল: সিংটো

২৪ বছর বয়সি এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ ব্রিগেডের হেড অফ ফুটবল থাংবই সিংটো। তাঁর কথায়, 'রায়না আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে। আশা করব, আসন্ন মরশুমে ও দলের ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলতে পারবে। গত আই-লিগ মরশুমে রায়নার ধারাবাহিক ভালো পারফরম্য়ান্স আমাদের নজর কেড়েছিল। আশা করি, ইস্টবেঙ্গল ক্লাবে ও নিজের পারফরম্য়ান্স অন্য় মাত্রায় তুলে নিয়ে যেতে পারবে। ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবে।'

East Bengal FC PV Vishnu Martand Raina