New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/10/ramsanga-east-bengal-joining-2025-07-10-21-29-29.jpg)
Ramsanga East Bengal Joining: মিজোরামের এই ফুটবলারকে ৩ বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল
Ramsanga Joins East Bengal FC: রায়নার মতো রামসঙ্গাকে নিয়েও উত্তেজনায় ফুটছেন লাল-হলুদ সমর্থকরা। এরই মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন রামসঙ্গা।
Ramsanga East Bengal Joining: মিজোরামের এই ফুটবলারকে ৩ বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল
East Bengal New Footballer Ramsanga: দলবদলের বাজারে লক্ষ্মীবারে সেরার সেরা চমক দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার রামসঙ্গাকে (Ramsanga) দলে নিয়ে সবাইকে চমকে দিয়েছে লাল-হলুদ শিবির। তিন বছরের চুক্তিতে মিজোরামের এই ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবার আই লিগেরই আরেক ক্লাব রাজস্থান ইউনাইটেড থেকে সেন্টার ব্যাক মার্তন্ড রায়নার সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল। রায়নার মতো রামসঙ্গাকে নিয়েও উত্তেজনায় ফুটছেন লাল-হলুদ সমর্থকরা। এরই মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন রামসঙ্গা।
জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটোর উদ্যোগেই মিজোরামের এই ফুটবলারকে আই লিগের ক্লাব থেকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। রামসঙ্গা দলে যোগ দেওয়ার পর সিংটো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'রামসঙ্গা যোগ দেওয়ায় আমাদের দলের শক্তি বাড়বে। গত সিজনে আই লিগে ধারাবাহিকভাবে ভাল খেলেছে রামসঙ্গা। তাঁর পারফরম্যান্স দেখেই তাঁকে নেওয়া হয়েছে। ভারতের এক নম্বর লিগে খেলার দক্ষতা রয়েছে তাঁরা। রায়নার পর রামসঙ্গাকেও সই করাতে পেরে আমরা খুশি।'
Arrived and ready to light up our midfield! ❤️💛#JoyEastBengal #Ramsanga2028 pic.twitter.com/C0AQOf9OVF
— East Bengal FC (@eastbengal_fc) July 11, 2025
রামসঙ্গাকে দলে নিয়ে বেজায় খুশি কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। তিনি জানিয়েছেন, 'ওঁর খেলার ধরন বেশ ভাল। উঠে গিয়ে আক্রমণে সাহায্য করতে পারে। আবার নিচে নেমে ডিফেন্সও সামলাতে পারে। মাঝমাঠে বল ডিস্ট্রিবিউশন বেশ ভাল। গোল করতে এবং করাতে পারে। রামসঙ্গা আসায় মাঝমাঠে আমাদের বিকল্প বেড়ে গেল।'
আরও পড়ুন আবার 'ভারতসেরা' হবে ইস্টবেঙ্গল! মাঝমাঠের রাজা যোগ দিলেন লাল-হলুদে
২৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের রিপোর্ট কার্ড যথেষ্ট ভাল। গত মরশুমে আই লিগে রিয়াল কাশ্মীরের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন রামসঙ্গা। মূলত বাঁ পায়ের ফুটবলারের ইন্টারসেপশন স্কিল অসাধারণ। মাঝমাঠে শক্তপোক্ত ফুটবলার খুঁজছিলেন লাল-হলুদ কর্তারা। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আশা, রামসঙ্গা সেই অভাব ভালভাবেই পূরণ করতে পারবেন। জানা গিয়েছে, ৩১ নম্বর জার্সি পরে খেলবেন রামসঙ্গা।
আরও পড়ুন লাল-হলুদ জার্সি পরতে আর তর সইছে না! রায়নার এক কথাতেই খুশির ঢেউ ইস্টবেঙ্গলে
Our 🆕 pola has a message for you, #AmagoFans! 👋#JoyEastBengal #Ramsanga2028 pic.twitter.com/zA3k41MCRf
— East Bengal FC (@eastbengal_fc) July 10, 2025
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত রামসঙ্গা। তাঁর একটি ভিডিও ইস্টবেঙ্গলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, 'ইস্টবেঙ্গলে সই করা আমার কাছে স্বপ্নপূরণের মতো। ইস্টবেঙ্গলের হয়ে মাঠে সেরাটা দিতে চাই। দলকে ট্রফি জেতাতে চাই। ইস্টবেঙ্গলের সমর্থকদের সামনে লাল-হলুদ জার্সি পরে খেলার জন্য আর তর সইছে না।'