East Bengal News Update: কীভাবে হবে ভারতীয় ফুটবলের উন্নতি? সহজ উপায় জানালেন ইস্টবেঙ্গল কর্তা

Indian Football Team: গত মঙ্গলবার (১০ জুন) ভারতীয় ফুটবল দল হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আশা করা হয়েছিল যে এই ম্যাচটা অন্তত মানোলো মার্কোয়েজের দল জিততে পারবে। কিন্তু, সে গুড়ে বালি!

Indian Football Team: গত মঙ্গলবার (১০ জুন) ভারতীয় ফুটবল দল হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আশা করা হয়েছিল যে এই ম্যাচটা অন্তত মানোলো মার্কোয়েজের দল জিততে পারবে। কিন্তু, সে গুড়ে বালি!

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC Fans: এই মরশুমে সাফল্যের আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC Fans: এই মরশুমে সাফল্যের আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা

Indian Football Team: ভারতীয় ফুটবল দল এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ক্লাব বর্তমানে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঝুলিতে সাফল্য একেবারে নেই বললেই চলে। গত মঙ্গলবার (১০ জুন) ভারতীয় ফুটবল দল হংকংয়ের (India vs Hong Kong) বিরুদ্ধে খেলতে নেমেছিল। আশা করা হয়েছিল যে এই ম্যাচটা অন্তত মানোলো মার্কোয়েজের দল জিততে পারবে। কিন্তু, সে গুড়ে বালি! হংকংয়ের মতো একটা অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধেও ভারত ০-১ গোলে হেরে গিয়েছে।

Advertisment

আর এই হারের পর যাবতীয় অভিযোগের আঙুল উঠেছে টিম ইন্ডিয়ার হেড কোচ মানোলো মার্কোয়েজের উপরে। আসলে ভারতীয় ফুটবল দলের দায়িত্ব মার্কোয়েজ গ্রহণ করার পর টিম ইন্ডিয়া একটাও ম্য়াচ জিততে পারেনি। আর সেকারণেই সকলে মানোলোর পদত্যাগের জন্য সরব হয়ে ওঠেন। যদিও তিনি ইতিমধ্যে পদত্যাগ করেও ফেলেছেন। যাইহোক, ভারতীয় ফুটবল দলের বর্তমান পরিস্থিতি নিয়ে যারপরনাই উদ্বেগ প্রকাশ করলেন ইস্টবেঙ্গল দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)।

India vs Hong Kong Fooball Match: ভারতের ফিফা ব়্যাঙ্কিং ১২৭, হংকং কোথায় দাঁড়িয়ে জানেন?

বললেন, 'ফেডারেশনের উচিত এবার অন্তত ভারতীয় কোচের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া। সেটা খালিদ জামিল হোক, সঞ্জয় সেন হোক, ডেরেক হোক কিংবা আমাদের থাংবই সিংটো। তবে সবার আগে আমি খালিদ জামিলের নামটাই প্রস্তাব করব। কারণ ও আপাতত খেলার মধ্যে রয়েছে। তবে সঞ্জয় সেন ফিল্ডে থাকলে, আমি ওঁর কথাই বলতাম। জোর গলায় আমি বলতে চাই যে খালিদকে তিন বছরের জন্য সময় দেওয়া হোক।'

Advertisment

Indian Football Team: বিশালের ভুলেই শেষ সবকিছু! এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ভারতীয় ফুটবলে বিদেশি কোচেদের জন্যই কোটি-কোটি টাকা খরচ করা হচ্ছে। আমি তো বলব যে ISL টুর্নামেন্টেও প্রতিটা দল ভারতীয় কোচ নিয়োগ করা হোক। বিদেশি কোচ এনে ভারতীয় ফুটবলের কী উন্নতি হয়েছে, সেটাই আমি বুঝতে পারছি না। কেন এত টাকা দিয়ে ফুটবলার আনতে হবে? যারা ভারতেই খেলছে, তাদের ক্লাব ফুটবলে এত টাকা দেওয়া হবে কেন? কেনই বা আমরা সবাই একত্রিত হয়ে বলতে পারছি না যে এই ফুটবলারের দর কখনই এত বেশি হতে পারে না। এরপর তো সব ইনভেস্টররা দেউলিয়া হয়ে যাবে।' 

Indian Football Coach: 'দায়িত্বে আনা হোক সঞ্জয় সেনকে', ভারতীয় ফুটবলের 'ওষুধ' বাতলে দিলেন দীপেন্দু

দেবব্রত সরকারের এই বক্তব্যে অনেকেই সহমত পোষন করেছেন। তাঁদের কথা হল, সত্যিই তো ভারতীয় ফুটবল দলের হাল সেই স্টিফেন কনস্ট্যানটাইনের আমল থেকেই নিম্নমুখী হতে শুরু করেছিল। মার্কোয়েজের জমানা যেন তাতেই উপসংহার টেনে দিল। তাহলে কেন ভারতীয় কোচেদের সেই সুযোগটা দেওয়া হবে না। ইতিপূর্বে পিকে ব্যানার্জী কিংবা রহিমের কোচিং ভারতীয় ফুটবলকে সাফল্যেই অনন্য শৃঙ্গে নিয়ে গিয়েছিল। তাহলে খালিদ জামিল কিংবা সঞ্জয় সেনরাই বা কেন পারবেন না? আপাতত ফেডারেশন কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই দেখার।

indian football team East Bengal FC Debabrata Sarkar India vs Hong Kong