/indian-express-bangla/media/media_files/2025/06/18/hmZAZCg0jJHUCmwV3Tcg.jpg)
নতুন মরশুমে সাফল্য়ের অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025-26) মঞ্চে যে কোনও মূল্যে সাফল্য অর্জন করতেই হবে। আপাতত এটাই লক্ষ্য ইস্টবেঙ্গল ব্রিগেডের। আর সেই লক্ষ্যেই তারা শুরু করে দিয়েছে দল গঠনের কাজও। ইতিমধ্যে একাধিক ভারতীয় ফুটবলারের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে তারা। সেই তালিকায় নাকি এবার এক তারকা ফুটবলারের নামও যুক্ত হতে চলেছে।
আপনারা অনেকেই হয়ত মনে করছেন যে কোন তারকা ফুটবলারের কথা এখানে বলা হচ্ছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই ফুটবলার আর কেউ নন এফসি গোয়ার (FC Goa) প্রাণভ্রমরা জয় গুপ্তা (Jay Gupta)। শোনা যাচ্ছে, জয়কে নাকি দলে টানার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। আসুন, তাহলে এই সম্ভাব্য ট্রান্সফারের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
East Bengal Transfer Update: দলবদলের বাজারে সেরা চমক, ISL জয়ী তারকা ফুটবলারকে নিতে ঝাঁপাল ইস্টবেঙ্গল
সূত্রের খবর, ভারতীয় ফুটবলার জয় গুপ্তাকে দলে টানতে চাইছে ইস্টবেঙ্গল। একথা নিঃসন্দেহে বলা যায়, এফসি গোয়ার জার্সিতে জয় দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই পরিস্থিতিতে যদি ইস্টবেঙ্গল দলে যদি তিনি সই করেন, তাহলে লাল-হলুদ ব্রিগেডের রক্ষণভাগ আরও শক্তিশালী হবে।
বেশ কয়েকটি সূত্র মারফৎ জানতে পারা গিয়েছে, জয় গুপ্তার সঙ্গে লাল-হলুদ ম্য়ানেজমেন্ট ইতিমধ্যে একপ্রস্থ কথাবার্তা সেরে ফেলেছে। এমনকী, ইস্টবেঙ্গলে সই করার জন্য জয় যে আর্থিক অঙ্ক দাবি করেছেন, সেটাও নাকি কর্তারা মেনে নিয়েছেন।
এই প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি। সম্প্রতি ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ইমামি গোষ্ঠী। লক্ষ্য, আগামী মরশুমের জন্য ভাল দলগঠন করা। বৈঠকের শেষে ইস্টবেঙ্গল এফসি'র শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে ছিলেন যে ইমামি গোষ্ঠী আশ্বস্ত করেছে যে ভাল ফুটবলকে সই করানোর জন্য টাকা-পয়সা কোনও ফ্যাক্টর হবে না। সেই কথাটা মাথায় রেখেই আপাতত দলগঠনের কাজ শুরু হয়েছে।
East Bengal FC Transfer News: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় খবর, দল ছাড়ছেন না তারকা ফুটবলার
যাইহোক, আপাতত চিন্তা একটাই। জয় গুপ্তাকে ছেড়ে দেওয়ার জন্য এফসি গোয়া কত টাকা ট্রান্সফার ফি চায়, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। এফসি গোয়া যে ট্রান্সফার ফি চাইবে, সেটা যদি ইস্টবেঙ্গল দিতে রাজি হয়ে যায়, তাহলেই কেল্লাফতে! শোনা যাচ্ছে, এই একটা জায়গাতেই গোটা বিষয়টা আপাতত থমকে রয়েছে। গোটা বিষয়টা আপাতত কোনদিকে গড়ায়, সেটাই এখন দেখার।