Advertisment

মধুমিতা আগেই 'মেরে' ফেলেছিলেন! এবার ভিনিসিয়াসের পুতুলকে দড়ি বেঁধে ঝোলাল মাদ্রিদ

ভিনিসিয়াসের গলায় দড়ি বেঁধে ঝোলানো হল মাদ্রিদে, দেখুন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পেলের প্রয়াণে 'কাতর' হয়ে এর আগে শেষ শ্রদ্ধা জানানোর সময় 'ভুল করে' ভিনিসিয়াস জুনিয়রের ছবি পোস্ট করে ফেলেছিলেন টলিউড অভিনেত্রী মধুমিতা। সেই কাণ্ডের রেশ শেষ হওয়ার আগেই এবার স্পেনে বিপদে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। কোপা ডেল রে-তে মাদ্রিদ ডার্বিতে কয়েকঘন্টা পরেই মুখোমুখি হচ্ছে রিয়েল এবং আতলেতিকো। সেই ম্যাচের আগে রিয়েল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসের মূর্তি ফাঁসিতে চড়াল আতলেতিকো সমর্থকরা। তাও আবার হাইওয়ে ব্রিজের ওপর।

Advertisment

publive-image

সরাসরি ভিনিসিয়াসের মূর্তি না হলেও কালো এক মূর্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে মুর্তিতে রিয়েলের জার্সি পরিয়ে দেওয়া হয়েছে। মাদ্রিদের ওভারপাস থেকে ঝুলিয়ে দেওয়া সেই মূর্তির সঙ্গে একটা ব্যানাট লাগিয়ে দেওয়া হয়েছে। যাতে স্প্যানিশ ভাষায় লেখা রয়েছে, "মাদ্রিদ রিয়েলকে ঘৃণা করে।"

মঙ্গলবার একদম সাতসকালে ভিনিসিয়াসের মূর্তি এবং ব্যানার নিয়ে এরকম কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ। কৃষ্ণাঙ্গ ভিনিসিয়াস এর আগে একাধিকবার স্পেনে বর্ণবিদ্বেষের মুখে পড়েছেন। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বর্ণবিদ্বেষের কীভাবে শিকার হচ্ছেন প্রতিনিয়ত, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছেন।

আরও পড়ুন: চুলোয় যাক মেসি-নেইমার, রোনাল্ডোর সতীর্থকে চাই-ই চাই! PSG-র কাছে বায়নায় অস্থির এমবাপে

গোটা ঘটনায় অভিযোগের তির আতলেতিকো মাদ্রিদের আল্ট্রা গ্রুপের সদস্যদের দিকে। যদিও তাঁরা সরাসরি এমন ঘটনা অস্বীকার করেছেন।

গত বছর মেট্রোপলিটন স্টেডিয়ামে গত বছর মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো ২-১ গোলে জয় পেয়েছিল। সেই সময়েই উগ্র সমর্থকদের নিশানায় পড়েন ভিনিসিয়াস। স্টেডিয়ামেই সমর্থকদের মুখে সমস্বরে শোনা গিয়েছিল, "ভিনিসিয়াস তুমি একটা বাঁদর।" যে ঘটনার পরে আতলেতিকো সরাসরি সমর্থকদের এমন কাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করে। এই নিয়ে আইনি লড়াই-য়েও জড়িয়ে পড়েন আতলেতিকো সমর্থকরা। তা তদন্তে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে অভিযুক্ত সমর্থকরা ছাড় পেয়ে যান।

আরও পড়ুন: আর্জেন্টিনা দল বেয়াদপে ভর্তি! এমবাপের পাশে দাঁড়িয়ে মেসিদের ধুয়েমুছে সাফ করলেন এবার ইব্রা

গত মাসেই রিয়েল ভালোদালিদের সমর্থকরা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন নেইমারের জাতীয় দলের সতীর্থকে। তারপরেই ভালোদালিদ সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ লিগ।

এমনিতেই বেশ কিছুদিন ধরেই মাদ্রিদ ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে স্পেনে। বলা হচ্ছিল আতলেতিকোর জার্সি পড়া সমর্থকদের বার্নাব্যুতে ঢুকতে দেওয়া হবে না। যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে রিয়েল মাদ্রিদ।

Read the full article in ENGLISH

Real Madrid Spain
Advertisment