Advertisment

জঙ্গি হানার আশঙ্কা! পাকিস্তান সফর বাতিলের পথে ইংল্যান্ডও

২০১৬ সালে ইয়ন মর্গ্যান, আলেক্স হেলসের মত তারকারা নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে যাননি। সেই রকম পরিস্থিতি ঘটতে পারে এবারেও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিউজিল্যান্ডের পথেই হাঁটছে ইংল্যান্ড। আফগানিস্তানে তালিবান পরিস্থিতির জেরে এবার সফর বাতিল করতে পারে ইংল্যান্ডও। কয়েকদিন হল আফগানিস্তানে তালিবান দখল নিয়েছে। প্রবল আতঙ্কে আফগান বাসিন্দাদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক লেগেছে। পুরো দেশ লন্ডভন্ড। এমন পরিস্থিতিতে পড়শি দেশে, বিশেষ করে পাকিস্তানেও নিরাপত্তা সঙ্কট তৈরি হয়েছে।

Advertisment

সামনেই ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। ১৬ বছর পরে পাক মুলুকে যাবেন ইংলিশ ক্রিকেটাররা। সেখানে গিয়ে দুটো টি২০ ম্যাচ খেলবেন মর্গ্যানরা। অন্যদিকে মহিলা দলকে আবার ২টো টি২০ সহ ৩টে ওয়ানডে খেলতে হবে।

আরও পড়ুন: ঐতিহাসিক পাক সফর বাতিলের পথে নিউজিল্যান্ড! প্রাণভয়ে শঙ্কিত কিউয়ি তারকারা

তবে তাঁর আগে নিরাপত্তা নিয়ে সংশয়ে ইসিবি। গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তবেই সবুজ সঙ্কেত দেবে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড। ডেইলি মেইল-এর এক প্রতিবেদন অনুযায়ী, তালিবানের আফগানিস্তান দখলে প্রবল উদ্বিগ্ন ইসিবি। প্রথম সারির অধিকাংশ ইংল্যান্ডের তারকা সেই সময় আমিরশাহিতে আইপিএল খেলতে ব্যস্ত থাকবেন। তবে বাকিরা ইংল্যান্ডের জার্সিতে পাকিস্তানে খেলতে যেতে রাজি হবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২০১৬ সালে ইয়ন মর্গ্যান, আলেক্স হেলসের মত তারকারা নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে যাননি। সেই রকম পরিস্থিতি ঘটতে পারে এবারেও, পাকিস্তান সফরে সময়।

আসন্ন সফর নিয়ে ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, "যে কোনও সফরেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় পুঙ্খানুপুঙ্খভাবে। পুরুষ এবং মহিলা দলের আসন্ন পাকিস্তান সফরের সময় একই পদ্ধতি অবলম্বন করা হবে।"

আরও পড়ুন: রবিনসনকে সিঁড়িতেই ধাক্কাধাক্কি! মাঠের ঝামেলা বাইরে নিয়ে বেনজির বিতর্কে কোহলিরা

এদিকে আফগানিস্তান ক্রিকেট দল মহিলা দলকে নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছে। আন্তর্জাতিক সফরের জন্য মহিলা ক্রিকেটাররা একত্রিত হলেও তালিবানরা মহিলাদের ক্রিকেট ছাড়তে বাধ্য করতে পারে।

আফগান বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি এক পডকাস্টে জানিয়েছেন, "এখনও পর্যন্ত নিয়মিত বেতনের মাধ্যমে মহিলা ক্রিকেট দলকে ধরে রেখেছি আমরা। তবে যদি সরকার মহিলা ক্রিকেট দল বন্ধ করে দেওয়ার কথা বলে, সেটাই আমাদের মানতে হবে। এটা পুরোপুরি সরকার নির্ধারণ করবে। একজন কর্মী হিসেবে আমরা নিয়ম মেনেই চলব।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Pakistan Cricket Cricket News Afghanistan Taliban
Advertisment