IND vs ENG: তাঁর আউটের জন্য কেঁদেছে গোটা দেশ, লর্ডসে হারের হতাশা কাটিয়ে কী জানালেন সিরাজ?

IND vs ENG 3rd Test: ম্যাচের শেষটাও সিরাজের আউট হওয়ার মধ্য দিয়েই হয়েছিল, যখন শোয়েব বশিরের বল তাঁর ব্যাট ছুঁয়ে স্টাম্পে লাগে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সিরাজ লিখেছেন, ‘কিছু ম্যাচ ফলাফলের জন্য নয়, শেখানোর জন্য মনে থাকে।’

IND vs ENG 3rd Test: ম্যাচের শেষটাও সিরাজের আউট হওয়ার মধ্য দিয়েই হয়েছিল, যখন শোয়েব বশিরের বল তাঁর ব্যাট ছুঁয়ে স্টাম্পে লাগে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সিরাজ লিখেছেন, ‘কিছু ম্যাচ ফলাফলের জন্য নয়, শেখানোর জন্য মনে থাকে।’

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj Dismissal: লজ্জাজনক হারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ

Mohammed Siraj Dismissal: লজ্জাজনক হারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ

Mohammed Siraj emotional instagram post: লর্ডস টেস্টে (IND vs ENG 3rd Test Match) ভারতের ২২ রানে লজ্জাজনক হারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই হার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সিরাজ ইনস্টাগ্রামে পাঁচটি ছবি শেয়ার করেছেন, যার মধ্যে দুটি ছবি তাঁর আউট হওয়ার পরের। ছবিগুলোতে সিরাজের মুখে স্পষ্ট হতাশা দেখা যাচ্ছে।

Advertisment

ম্যাচের শেষটাও সিরাজের আউট হওয়ার মধ্য দিয়েই হয়েছিল, যখন শোয়েব বশিরের বল তাঁর ব্যাট ছুঁয়ে স্টাম্পে লাগে। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সিরাজ লিখেছেন, ‘কিছু ম্যাচ ফলাফলের জন্য নয়, শেখানোর জন্য মনে থাকে।’

Advertisment

বল হাতে জাদু, ব্যাট হাতেও লড়াই 

তৃতীয় টেস্টে সিরাজ মোট চারটি উইকেট নেন, তবে তাঁকে নিয়ে বেশি কথা হয়েছে তাঁর ব্যাটিং নিয়ে। যখন ভারত ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল, জয়ের আশা প্রায় শেষ, তখন তিনি রবীন্দ্র জাডেজার সঙ্গে দশম উইকেটে ২৩ রানের জুটি গড়ে ম্যাচকে পঞ্চম দিনের টি-ব্রেক পর্যন্ত টেনে নিয়ে যান।

আরও পড়ুন বাঁধ মানল না চোখের জল, ড্রেসিংরুমে ফেরার পথেই কেঁদে ভাসালেন সিরাজ

মহম্মদ সিরাজ ৩০ বলে ৪ রান করেন এবং ইংল্যান্ডকে জয় থেকে অনেকক্ষণ দূরে রাখেন। তার আগে জাডেজা ও বুমরাহ ৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচকে রোমাঞ্চকর করে তুলেছিলেন। ১৯৩ রান তাড়া করতে গিয়ে ভারত ১১২/৮ স্কোরে পৌঁছেছিল, তখন গুরুত্বপূর্ণ উইকেটগুলো পড়ে যায়। সেই অবস্থায় জাডেজা প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ব্যাট করে অপরাজিত ৬১ রান করেন।

আরও পড়ুন শ্রীনাথ থেকে সিরাজ, একটা গড়ানে বলেই সব শেষ! ২৬ বছর আগের ক্ষত তাজা করল লর্ডস

যখন সিরাজ আউট হলেন, তখন ইংল্যান্ডের ক্রিকেটাররা জয় উদযাপন করছিলেন, কিন্তু ক্রিজে একা দাঁড়িয়ে ছিলেন জাডেজা। তাঁর মুখেই স্পষ্ট ছিল, এই হার তিনি কতটা গভীরভাবে অনুভব করছেন। অন্যদিকে মহম্মদ সিরাজ ক্রিজের উপরই বসে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন।

Mohammed Siraj India vs England IND vs ENG 3rd Test Match