Top 5 Flop Indian Cricketer: লর্ডসের 'ভিলেন' এই ৫ ক্রিকেটার, নামতে পারে বড়সড় শাস্তির খাঁড়া!

IND vs ENG 3rd Test 2025: এজবাস্টনে জয়ের ধারাবাহিকতা লর্ডসে বজায় রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে পরাস্ত হয়েছে।

IND vs ENG 3rd Test 2025: এজবাস্টনে জয়ের ধারাবাহিকতা লর্ডসে বজায় রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে পরাস্ত হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (6)

লর্ডস টেস্টে পরাস্ত ভারতীয় ক্রিকেট দল

IND vs ENG 3rd Test Match: এজবাস্টনে জয়ের ধারাবাহিকতা লর্ডসে বজায় রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (India vs England) ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে পরাস্ত হয়েছে। আর সেইসঙ্গে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজেও ভারত আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে।

Advertisment

আগামী ২৩ জুলাই থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচ শুরু হবে। এই ম্য়াচটি ম্যাঞ্চেস্টারে আয়োজন করা হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, লর্ডস টেস্ট একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। ডিউক বল থেকে শুরু করে ইংরেজ ব্যাটারদের সময় অপচয়, পাশাপাশি দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ব্য়াটিং বিপর্যয়; সব মিলিয়ে ক্রিকেটের মক্কা একেবারে জমে উঠেছিল।

IND vs ENG: সিরাজের আউটে বুক ফেটে চৌচির ব্রিটিশ রাজার, শুভমানের কাছে আবেগ চাপতে পারলেন না চার্লস

Advertisment

একটা সময় আশা করা হয়েছিল, লর্ডস টেস্টে হয়ত ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করতে পারবে। কিন্তু, ব্রিটিশ বোলারদের দাপুটে পারফরম্য়ান্স এই ম্য়াচের রং একেবারে বদলে দেয়। চতুর্থ ইনিংসে তো ম্যাচের পাল্লা একবার ভারতের দিকে ঝুঁকছিল, আর একবার ইংল্যান্ডের দিকে। কিন্তু, শেষপর্যন্ত ইংল্য়ান্ডই বাজিমাত করে বেরিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, টিম ইন্ডিয়ার এই পরাজয়ের পিছনে মূলত ৫ ক্রিকেটারই দায়ী। আসুন, তাঁদের নিয়ে একবার আলোচনা করা যাক।

১. করুণ নায়ার

Karun Nair (1)

লাগাতার তৃতীয় সুযোগ পেয়েও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন করুণ নায়ার। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪০ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা আরও একবার পূরণ করতে ব্যর্থ হলেন করুণ। আগামী ম্য়াচে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট তাঁকে দলের প্রথম একাদশে রাখে কি না, সেটাই আপাতত দেখার।

২. যশস্বী জয়সওয়াল

Jaiswal

যশস্বী জয়সওয়ালও টিম ইন্ডিয়ার নৌকো কার্যত ডুবিয়ে দেন। দুর্দান্ত ফর্মে ব্যাট করলেও লর্ডস টেস্টে জয়সওয়াল লজ্জাজনক পারফরম্য়ান্স করলেন। প্রথম ইনিংসে তিনি মাত্র ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তো খাতাই খুলতে পারেননি। বলা ভাল, জয়সওয়াল নিজের উইকেটটা ইংল্যান্ডকে গিফট করে এসেছিলেন।

IND vs ENG: তাঁর আউটের জন্য কেঁদেছে গোটা দেশ, লর্ডসে হারের হতাশা কাটিয়ে কী জানালেন সিরাজ?

৩. শুভমান গিল

Shubman (1)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলও সমালোচকদের নিশানায় চলে এসেছেন। এজবাস্টন টেস্টে দুই ইনিংসে শুভমান শতরান হাঁকালেও, লর্ডসে তিনি মাত্র ২২ রানই করতে পারেন। প্রথম ইনিংসে ১৬ এবং দ্বিতীয় ইনিংসে ৬ রান করে তিনি আউট হয়ে যান। তার উপরে দ্বিতীয় ইনিংসে গিলের ফুটওয়ার্ক নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

IND vs ENG: লর্ডসে সৌরভের 'দাদাগিরি'তেই অনুপ্রাণিত আর্চার, টেস্ট জিতেই রহস্য ফাঁস স্টোকসের

৪. নীতিশ কুমার রেড্ডি

Nitish Kumar Reddy

ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত একজন ঠিকঠাক পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পায়নি। রেড্ডির বোলিং পারফরম্য়ান্স অবশ্যই সকলের নজর কেড়েছে। কিন্তু, ব্যাট হাতে তিনি একেবারেই গর্জন করতে পারছেন না। লর্ডস টেস্টে রেড্ডি মোট ৪৩ রান করার পাশাপাশি তিনটে উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ইনিংসে তাঁর থেকে বড় রানের প্রত্যাশা করা হয়েছিল। কারণ টিম ইন্ডিয়ার রান দরকার ছিল। কিন্তু, সেখানেও তিনি ফ্লপ হয়ে যান।  

IND vs ENG 3rd Test: ভারতের হারে ক্ষুব্ধ সৌরভ, টিম ইন্ডিয়ার ব্যাটিংকে তুলোধনা লর্ডসে 'দাদাগিরি'র নায়কের

৫. ওয়াশিংটন সুন্দর

Washington

ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার হওয়ার কারণে কুলদীপ যাদবকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া যাচ্ছে না। বোলিংয়ের পাশাপাশি ব্য়াট হাতেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। ওয়াশি বল হাতে ভাল পারফরম্য়ান্স করলেও ব্যাট হাতে তিনি এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি। এটা টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম একটা বড় কারণ। প্রথম ইনিংসে সুন্দর ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে তিনি রানের খাতাই খুলতে পারলেন না। ব্যাট হাতে সুন্দরের ফ্লপ পারফরম্য়ান্সের কারণেই হারতে হল ভারতীয় ক্রিকেট দলকে।

Indian Cricket Team Shubman Gill Karun Nair India vs England IND vs ENG 3rd Test Match