Advertisment

কোকাকোলার বোতল দেখেই খাপ্পা রোনাল্ডো! হাঙ্গেরি ম্যাচের আগেই বিতর্ক তুঙ্গে, দেখুন ভিডিও

UEFA Euro 2020, Portugal vs Hungary: সাংবাদিক সম্মেলনে ইউরোর অন্যতম স্পন্সর সংস্থা কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে বিতর্কে রোনাল্ডো।

author-image
IE Bangla Web Desk
New Update
Cristiano Ronaldo, EURO 2020, Coca-Cola

মঙ্গলবার হাঙ্গেরি ম্যাচে নামার আগে পর্তুগালের প্রেস কনফারেন্সে রাখা ছিল কোকা-কোলার বোতল। তা দেখেই চটে যান পর্জুগিজ মহাতারকা।

হাঙ্গেরি ম্যাচে নামার আগে পর্তুগালের প্রেস কনফারেন্সে রাখা ছিল কোলার বোতল। তা দেখেই চটে গেলেন মহাতারকা। কিছুটা রুষ্ট হয়েই কোলার বোতল তুলে পর্তুগিজ ভাষায় বললেন 'আগুয়া' (জল)। অর্থাৎ নরম পানীয়র বদলে পানীয় জল পান করার পরামর্শ দিলেন প্রত্যেককে। সেই বোতল তৎক্ষণাৎ সরিয়ে দেন সিআরসেভেন।

Advertisment

হেড কোচ ফের্নান্দো স্যান্টোসও প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। তিনি অবশ্য নরম পানীয় দেখে কোনো মন্তব্য করেননি। সরিয়েও দেননি কোলার বোতল। পর্তুগাল দলের সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরো পড়ুন: একের পর এক সুযোগ নষ্টের প্রদর্শনী! সুইডেনের বিপক্ষে শুরুতেই শোচনীয় ফল স্পেনের

ইউরোর অন্যতম বড় স্পন্সর কোকাকোলা। তবে মহাতারকা প্রকাশ্যে কোলাকে নিয়ে বিরক্তি প্রকাশ করায় স্পন্সর সংস্থা যথারীতি ক্রুদ্ধ। অন্যতম বড় স্পন্সর সংস্থার চাপে উয়েফা রোনাল্ডোর বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেয় কিনা, সেটা দেখার।

মঙ্গলবার রাতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল নামছে হাঙ্গেরির বিরুদ্ধে। পর্তুগালের মারণ গ্রুপে (এফ) রয়েছে ফ্রান্স, জার্মানির মত বড় নামও। তাই অপেক্ষাকৃত দুর্বল হাঙ্গেরির বিরুদ্ধে জয়কেই মন্ত্র করছে ফের্নান্দো স্যান্টোসের দল।

আরো পড়ুন: ফ্রান্স-জার্মানি, পর্তুগাল-হাঙ্গেরি! জোড়া মহারণে কোন ম্যাচ কখন, কোথায়, জেনে নিন

মঙ্গলবার জাতীয় দলের জার্সিতে নামলেই বেনজির কীর্তির মালিক হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসাবে আলাদা আলাদা পাঁচটি ইউরোর সংস্করণে খেলবেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার রেকর্ডও গড়ে ফেলতে পারেন সিআরসেভেন। বর্তমানে সেই রেকর্ডের মালিক ইরানের আলি দায়ি। ১০৯টি আন্তর্জাতিক গোল রয়েছে তাঁর দখলে। সেরার সেরা গোলদাতা হওয়ার জন্য পর্তুগিজ মহাতারকাকে আর মাত্র ৬টা গোল করতে হবে।

হাঙ্গেরি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নিজের ক্লাব কেরিয়ার নিয়েও ধোঁয়াশা দূর করলেন মহাতারকা। বলে দিলেন, "বহুদিন ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলছি। তাই এসব রটনা এখন গা সওয়া হয়ে গিয়েছে। ১৮/১৯ বছর বয়স হলে না হয় কিছু রাত না ঘুমিয়ে কাটাতাম। তবে আমি এখন ৩৬! যে সুযোগই আসবে, সেটাই আমার জন্য সেরা। সেটা জুভে-তে থাকা হোক বা ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যাওয়া হোক।"

এরপরে তাঁর আরো সংযোজন, "এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইউরো। এটা আমার পঞ্চম ইউরো হতে চলেছে। তবে মনে হচ্ছে প্রথমবার নামছি। তাই ঠিকঠাক ভাবে শুরুটা আমরা করতে চাই। সঠিক চিন্তাভাবনা নিয়ে ম্যাচে নামার ফোকাস করছি আমরা।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cristiano Ronaldo Portugal Euro Cup
Advertisment