Fakhar Zaman Out Controversy: আউট হতেই কাঁদুনি শুরু পাকিস্তানের, উঠল 'আম্পায়ার চুর' রবও! রইল ভিডিও

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ইতিপূর্বে, গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। এবার সুপার ফোর পর্বেও তারা সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ইতিপূর্বে, গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। এবার সুপার ফোর পর্বেও তারা সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Fakhar Zaman Out Controversy

ফখর জামানের আউট নিয়ে জোর বিতর্ক

Fakhar Zaman: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) ফের মুখোমুখি ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। ইতিপূর্বে, গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। এবার সুপার ফোর পর্বেও তারা সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই ম্য়াচে পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছিলেন ফখর জামান। কিন্তু, আউট হতেই আম্পায়ারের উপর তিনি রেগে কাঁই হয়ে যান।

Advertisment

IND vs PAK Playing XI: পাকিস্তানের বিরুদ্ধে কেমন হল ভারতের প্রথম একাদশ? বাদ পড়লেন তারকা ক্রিকেটার

কী হয়েছিল ঘটনাটি?

তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ওভারের তৃতীয় বলে তিনি স্লো ডেলিভারি করেন। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা টিম ইন্ডিয়ার উইকেট কিপার সঞ্জু স্যামসনের (Sanju Samson) কাছে যায়। যদিও এটা একেবারে লো ক্যাচ ছিল। কিন্তু, স্যামসন অসাধারণ দক্ষতায় সেটি তালুবন্দি করেছিলেন। 

Advertisment

IND vs PAK ম্যাচের আগে নয়া 'নাটক' পাকিস্তানের, ছিছিক্কার গোটা ক্রিকেট বিশ্বে

তবে অনফিল্ড আম্পায়ার প্রথমে আউট দিতে চাননি। তিনি এই সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। এরপর থার্ড আম্পায়ার বেশ কয়েকটি স্লো মোশনে গোটা পরিস্থিতি বিচার করেন। শেষপর্যন্ত তিনি জানিয়ে দেন, স্যামসনের আঙুল (গ্লাভস) বলের নীচেই ছিল। ফলে, এই আউট একেবারে বৈধ। কিন্তু, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মন থেকে মানতে পারেননি ফখর। মাথা নাড়তে নাড়তে বেরিয়ে যান তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে তিনি ব্যাট দিয়ে নিজের প্যাডে সজোরে আঘাতও করেন।

India vs Pakistan Asia Cup 2025: 'দেশের জন্য ভাল করো...', পাকিস্তান ম্য়াচের আগে 'হুঙ্কার' সূর্যের

দেখে নিন ভিডিও:

এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠতে শুরু করে। এই সিদ্ধান্তটা আদৌ সঠিক ছিল কি না? পাকিস্তান ক্রিকেট দলের একদল সমর্থক দাবি করতে থাকেন, আম্পায়ার নাকি ইচ্ছাকৃতভাবে ভারতের পক্ষে এই সিদ্ধান্ত দিয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে হাওয়া গরম হতে শুরু করেছে। একথা অস্বীকার করা যাবে না, ওপেন করতে নেমে ফখর জামান কিন্তু যথেষ্ট ভাল ব্যাট করছিলেন। ৯ বলে ১৫ রান করেন তিনি। এরমধ্যে তিনটে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ফখর জামান আউট হওয়ার পর আপাতত ব্যাট করতে নেমেছে সাইম আইয়ুব। সঙ্গে রয়েছেন সাহিবজাদা ফারহান। ১০ ওভার শেষে পাকিস্তান আপাতত যথেষ্ট শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে। মাত্র ১ উইকেট হারিয়ে তারা ৯১ রান করে ফেলেছে। হাফসেঞ্চুরি করেছেন সাহিবজাদা ফারহান। ৫২ রানে ব্যাট করছেন তিনি।

Hardik Pandya Sanju Samson Asia Cup 2025 India vs Pakistan Fakhar Zaman