/indian-express-bangla/media/media_files/2025/09/21/suryakumar-yadav-7-2025-09-21-11-20-27.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ক্রিকেট দল কার্যত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্য়াচেই টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। আর কার্যত ধামাকাদার মেজাজেই সুপার ফোর পর্বে এন্ট্রি নিয়েছে। এবার সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছিল ভারত। ওই ম্য়াচে সূর্যকুমার যাদব ৪৭ রানের একটি ম্য়াচজয়ী ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, না টসের সময়, আর না খেলা শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি। এবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বার খেলতে নামার আগে অধিনায়ক সূর্য একটি বড়সড় মন্তব্য করলেন।
India vs Pakistan Toss Update: রবিবার টসই আসল 'বস'! হারলে চাপ বাড়বে টিম ইন্ডিয়ার?
দেশের জন্য ভাল করো, ম্য়াচের আনন্দ নাও: সূর্য
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর পর্বে খেলতে নামার আগে সূর্য জানালেন, 'আমি যখনই মাঠে নামি, তখন গোটা স্টেডিয়াম ভর্তি থাকে। আর একটা স্টেডিয়াম যখন কানায় কানায় পরিপূর্ণ থাকে, তখন আমি গোটা দলকে একটাই কথা বলি। চলো ভাই, এত সমর্থক আমাদের খেলা দেখতে এসেছে। এদের এন্টারটেইন তো করতে হবে। প্রত্যেকটা ম্য়াচের একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। আপনি দেশের জন্য ভাল পারফরম্য়ান্স করুন। ম্য়াচের আনন্দটা উপভোগ করুন। এখনও পর্যন্ত আমরা তিনটে ম্য়াচ খেলেছি। আর তিনটেতেই জয়লাভ করেছি।'
Mithun Manhas: সৌরভ কিংবা হরভজন নন, দিল্লি এই ক্রিকেটারই হচ্ছেন পরবর্তী BCCI প্রেসিডেন্ট?
বাহ্যিক শোরগোল বন্ধ করার উপায় জানালেন অধিনায়ক সূর্যকুমার
তাহলে বাহ্যিক শোরগোল বন্ধ করার উপায় কী? এই প্রশ্নের জবাবে সূর্যকুমার যাদব বললেন, 'ঘরের দরজা বন্ধ করে দিন। নিজের ফোনটা বন্ধ করুন। চুপচাপ শুয়ে পড়ুন। আমি মনে করি, এটাই সবথেকে ভাল উপায়। এটা হয়ত মুখে বলা খুব সহজ। কিন্তু, কাজে করাটা কখনও কখনও কঠিন হয়ে যায়। কারণ আপনার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে। আপনি নৈশভোজ করার জন্য বাইরে যান। সেখানে আপনার সঙ্গে অনেক ক্রিকেটার থাকেন। তারা এগুলো দেখতেই ভালবাসে। একারণে ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়।'
সূর্যকুমার যাদবের কথায়, 'গোটা বিষয়টা আপনার নিজের নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে। আপনি কী শুনতে চান, আপনি কোন জিনিসটা মনে রাখতে চান, প্র্যাকটিস সেশন কিংবা আগামী ম্যাচে খেলতে চান কি না। আমি বিশ্বাস করি যে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকেই এই টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করতে চায়। এগিয়ে যেতে চায়। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us