IND vs PAK ম্যাচের আগে নয়া 'নাটক' পাকিস্তানের, ছিছিক্কার গোটা ক্রিকেট বিশ্বে

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর এই মহাযুদ্ধের আয়োজন করা হয়েছে। তবে এই ম্য়াচের আগে পাকিস্তান ক্রিকেট দল একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর এই মহাযুদ্ধের আয়োজন করা হয়েছে। তবে এই ম্য়াচের আগে পাকিস্তান ক্রিকেট দল একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (15)

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রেস কনফারেন্স বয়কট করল পাকিস্তান

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর রাউন্ডে ভারত এবং পাকিস্তান খেলতে নামছে। রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর এই মহাযুদ্ধের আয়োজন করা হয়েছে। তবে এই ম্য়াচের আগে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। শনিবার তারা সাংবাদিক বৈঠক করতেই এল না। এটা যে পাকিস্তান ক্রিকেট দলের একটা ন্যক্কারজনক সিদ্ধান্ত, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

Advertisment

Asia Cup 2025: শুরু হবে সুপার ৪-এর লড়াই, চার দলের অধিনায়কদের ICC T20 Rankings জানেন?

পাকিস্তানের ন্যক্কারজনক সিদ্ধান্ত

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে পাকিস্তান ক্রিকেট দল সাংবাদিক বৈঠক বয়কট করল। ইতিপূর্বে, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামার আগেও তারা এই একই কাজ করেছিল। ২০২৫ এশিয়া কাপে এই নিয়ে দ্বিতীয়বার তারা সাংবাদিক বৈঠক বয়কট করল। চলতি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে।

Advertisment

India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

হ্যান্ডশেক বিতর্কে যাবতীয় ঝামেলার সূত্রপাত

গত ১৪ সেপ্টেম্বর চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হ্য়ান্ডশেক করেননি। এই ঘটনার সূত্র ধরে ম্য়াচের পর আর সাংবাদিক বৈঠকে আসেননি পাকিস্তানের ক্রিকেটাররা। এমনকী, এই টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তের কারণে আইসিসি-র কাছে তারা নালিশও জানিয়েছিল। এমনকী, ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার আবেদনও করা হয়। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই শর্তে একেবারেই কর্ণপাত করেনি আইসিসি।

Irfan Pathan Replies Shahid Afridi: ফের চুনকালি পাকিস্তানের মুখে, আফ্রিদিকে যোগ্য 'সবক' শেখালেন ইরফান পাঠান! উল্লসিত ভারতীয় সমর্থকরা

রবিবাসরীয় ম্য়াচেও 'নো হ্যান্ডশেক' নীতি গ্রহণ করতে পারে টিম ইন্ডিয়া

গত ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্য়াচ আয়োজিত হওয়ার আগে, এই দুই দেশের মধ্যে যথেষ্ট সংঘর্ষ হয়। সমর্থকরা তো বটেই, ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও এই ম্য়াচ বয়কট করার পরামর্শ দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলা চালানো হয়। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এরপর থেকেই ভারত এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। আর সেকারণেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হ্যান্ডশেক করেননি।

Pakistan Cricket Team Asia Cup 2025 India vs Pakistan