Mohammedan Sporting Club: সমস্যা যেন কিছুতেই পিছন ছাড়তে চাইছে না মহমেডান স্পোর্টিং ক্লাবের। বৃহস্পতিবার (৩ জুলাই) একইদিনে তারা ভাল এবং খারাপ খবর পেল। সকালবেলা যেখানে তারা ২৪ লাখ টাকা দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাসন থেকে রেহাই পেয়েছে, সেখানেই বিকেলবেবা তারা ফিফা'র (FIFA) নির্বাসনের কবলে পড়ল। কী হয়েছে ঘটনাটি? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
মহমেডান স্পোর্টিং ক্লাব শুক্রবার (৪ জুলাই) চলতি কলকাতা ফুটবল লিগে খেলতে নামছে। কিন্তু, অভিযান শুরুর আগেই নির্বাসনের দুঃসংবাদ তাদের কার্যত দিশেহারা করে দিয়েছে। কিন্তু, কেন আচমকা নির্বাসিত করতে গেল ফিফা? জানা গিয়েছে, কাশিমোভ মিরজালোল নামের এক ফুটবলারের টাকা পয়সা বকেয়া থাকার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Hyderabad FC vs Mohammedan SC: সমানতালে টক্কর দিয়েও পরাজিত মহামেডান, অ্যাওয়ের পর হোম ম্যাচেও জয়ী হায়দরাবাদ
এই ব্যাপারে মহমেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ রাজু এক্সট্রা টাইম বাংলাকে বললেন, 'এটা খুবই দূর্ভাগ্যজনক ঘটনা যে এর আগে যাঁদের সঙ্গে চুক্তি হয়েছিল, তাঁদের ভুল বোঝাবুঝির কারণে এআইএফএফ-এর তরফে আমাদের আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে। আজ সকালেই ২৪ লাখ টাকা দিয়ে সেই নির্বাসন আমরা তুলেছি। ইনভেস্টরের তরফে কোনও পেমেন্ট করা হয়নি। ক্লাবের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হয়েছে।'
ISL: Mohammedan vs Odisha: আইএসএল: ওড়িশার প্লে অফে ওঠার স্বপ্ন ভেঙেচুরে দিতে মরিয়া মহামেডান স্পোর্টিং
কথা দিয়ে কথা রাখেননি ইনভেস্টররা?
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এরপর সন্ধ্যাবেলা আবারও ফিফার ব্যান নেমে এসেছে। যাঁরা এই টাকাগুলো দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা কেউই শেষপর্যন্ত কথা রাখেননি। আর সেকারণেই ক্লাবকে এই কঠিন সময়ের মুখে পড়তে হয়েছে। তবে আমি একটা কথা বরাবর মনে করি, প্রত্যেকের জীবনে ভাল এবং খারাপ দুটো সময়ই আসে। আপাতত আমাদের খারাপ সময় চলছে। আশা করছি খুব শীঘ্রই এই কঠিন অধ্যায় আমরা কাটিয়ে উঠতে পারব।'
Mohammedan SC News Update: এবার FIFA-র নির্বাসনে পড়বে মহমেডান? কারণটা শুনলে অবাক হবেন
ফিফার এই নির্বাসনের জের কি চলতি কলকাতা ফুটবল লিগের উপরেও পড়বে? কারণ ভাল ফুটবলার আর সই করাতে পারবে না সাদা-কালো ব্রিগেড। এই প্রসঙ্গে রাজু বললেন, 'এই নির্বাসনের কোনও প্রভাব কলকাতা ফুটবল লিগের উপর পড়বে না। আগামীকাল ওরা খেলতে নামছে। সকলকে আগাম শুভেচ্ছা জানাই। আশা করছি, ওরা ভাল খেলতে পারবে। আমরা জয় দিয়েই এই টুর্নামেন্ট শুরু করতে পারব।'