Manchester City vs Al-Hilal: ক্লাব বিশ্বকাপে বিরাট অঘটন! সৌদির আল-হিলাল ছিটকে দিল গুয়ার্দিওলার ম্যান সিটিকে

Manchester City vs Al Hilal: গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ধারেভারে অনেক এগিয়ে ছিল ছিল সৌদির আল-হিলালের থেকে। কিন্তু ফুটবলে সবই সম্ভব। ম্যাচ ৩-৪ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল আল-হিলাল।

Manchester City vs Al Hilal: গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ধারেভারে অনেক এগিয়ে ছিল ছিল সৌদির আল-হিলালের থেকে। কিন্তু ফুটবলে সবই সম্ভব। ম্যাচ ৩-৪ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল আল-হিলাল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Manchester City vs Al-Hilal: টানটান উত্তেজনার ম্যাচে ম্যান সিটিকে হারিয়ে দিয়েছে আল-হিলাল

Manchester City vs Al-Hilal: টানটান উত্তেজনার ম্যাচে ম্যান সিটিকে হারিয়ে দিয়েছে আল-হিলাল

Manchester City 3-4 Al Hilal: একই রাতে ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) জোড়া অঘটন। শেষ ষোলোয় হেরে ছিটকে গেল ইউরোপের দুই হেভিওয়েট ক্লাব। একদিকে সোমবার রাতে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (Manchester City) হারল সৌদি আরবের ক্লাব আল-হিলালের (Al-Hilal) কাছে। অন্যদিকে, ইতালির ইন্টার মিলান (Inter Milan) হারল ব্রাজিলের ফ্লুমিনেসের কাছে। জোড়া অঘটনে আরও জমে গেল ক্লাব বিশ্বকাপের নক আউট পর্ব। টানটান উত্তেজনার ম্যাচে ম্যান সিটিকে হারিয়ে দিয়েছে আল-হিলাল। তাদের হাত ধরে বিশ্ব ফুটবলের ফের এশিয়ার সূর্যোদয় হয়েছে।

Advertisment

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ধারেভারে অনেক এগিয়ে ছিল ছিল সৌদির আল-হিলালের থেকে। কিন্তু ফুটবলে সবই সম্ভব। ম্যাচ ৩-৪ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল আল-হিলাল। ম্যাচের প্রথম গোল করেছিলেন ম্যান সিটির বের্নার্ডো সিলভা। প্রথমার্ধের ৯ মিনিটে সিটিকে এগিয়ে দেন তিনি। কিন্তু বিরতির ঠিক পরেই সমতা ফেরান আল-হিলালের মার্কোস লিওনার্দো। এর কিছুক্ষণ পর ম্যালকমের গোলে এগিয়ে যায় হিলাল। ফের সমতা ফেরান সিটির হাল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ অবস্থায় শেষ হয়। ম্যাচ  গড়ায় এক্সট্রা টাইমে। 

আরও পড়ুন ইন্টার মায়ামিকে নিয়ে ছেলেখেলা পিএসজি-র, প্রাক্তন ক্লাবের কাছে লজ্জার হারে বিদায় মেসির

এক্সট্রা টাইমে টানটান উত্তেজনায় ভরা খেলা দেখা যায় আল-হিলাল এবং ম্যান সিটির মধ্যে। অতিরিক্ত সময়ে হিলালের কুলাবালির গোলে এগিয়ে দেন দলকে। এই গোলের পর সমতা ফেরান সিটির ফিল ফোডেন। মাঠে নামার ৪ মিনিটের মধ্যে গোল করে সিটিকে খেলায় ফেরান ইংলিশ ফুটবলার। কিন্তু গুয়ার্দিওলার টিমের ডিফেন্সের ভুলে ম্যাচের ১১২ মিনিটে দ্বিতীয় গোল করেন হিলালের লিওনার্দো। ৪-৩ গোলে এগিয়ে যায় হিলাল। সেখান থেকে আর সমতায় ফিরতে পারেনি সিটি। আল-হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ অভিযান শেষ গতবারের চ্যাম্পিয়নদের।

Advertisment

আরও পড়ুন রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!

এর আগের ম্যাচটি ছিল আরও বড় অঘটন। ব্রাজিলের ক্লাবগুলি এই বিশ্বকাপে মাঠে জাদু দেখাচ্ছে। সেইরকমই ফ্লুমিনেজের কাছে আটকে যায় ইন্টার মিলানের জারিজুরি। সবাইকে চমকে দিয়ে ইন্টারকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে গেছে ফ্লুমিনেজ।  ২-০ গোলে লজ্জাজনক ভাবে পরাস্ত হয় ইতালির জায়ান্ট ক্লাব। তারাও ম্যান সিটির মতো ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল।

Manchester city FIFA Club World Cup 2025