/indian-express-bangla/media/media_files/2025/06/27/cristiano-ronaldo-2025-06-27-18-32-52.jpg)
২০২৭ সাল পর্যন্ত আল নাসের ক্লাবের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo: গত কয়েকদিন ধরে একটাই কথা শোনা যাচ্ছিল। সৌদি প্রো লিগে (Saudi Pro League) অংশগ্রহণকারী ফুটবল ক্লাব আল-নাসেরের (Al Nassr) সঙ্গে নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক ছিন্ন হতে চলেছে। কিন্তু, ইতিমধ্যে অবসান হয়েছে যাবতীয় জল্পনার। আল-নাসেরের সঙ্গে ইতিমধ্যে নতুন করে ২ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপাতত ইউরোপিয়ান ফুটবলে তাঁর প্রত্যাবর্তন হচ্ছে না।
বিগত কয়েক মরশুম ধরেই সৌদি প্রো লিগে সর্বাধিক স্কোরার হিসেবে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু, একবারও খেতাব জয় করতে পারেননি তিনি। অন্যদিকে, এই খারাপ পারফরম্যান্সের কারণেই ফিফা ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি আল-নাসের।
অব্যাহত আল নাসের ফুটবল ক্লাবের ব্যর্থতা
আল-নাসের ফুটবল ক্লাবের এই ধারাবাহিক ব্যর্থতার পর অনেকেই আশা করতে শুরু করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর কেরিয়ারের শেষ অধ্য়ায়টা অন্য কোনও ক্লাবেই হয়ত কাটাবেন। গত এক সপ্তাহ ধরে যা জল্পনা হয়েছিল, অবশেষে তাতে যতিচিহ্ন পড়ল।
আল-নাসের ক্লাবের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ক্লাবের হয়েই খেলবেন। বেশ কয়েকটি সূত্র মারফৎ রোনাল্ডোর আর্থিক চুক্তির ব্যাপারেও বিস্তারিত জানা গিয়েছে।
টকস্পোর্টসের পক্ষ থেকে পাওয়া খবর অনুসারে, আল নাসেরের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত করার পর রোনাল্ডো প্রতি বছর ১৭৮ মিলিয়ন পাউন্ড উপার্জন করবেন। ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্কটা দাঁড়াবে প্রতি বছর ২,০০০ কোটি টাকা। এই চুক্তিতে রয়েছে আরও বেশ কয়েকটি সুযোগ-সুবিধা:
- বোনাস হিসেবে পাবেন ২৪.৫ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় বছর এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ৩৮ মিলিয়ন পাউন্ড।
- আল নাসের সৌদি প্রো লিগ জিততে পারলে রোনাল্ডোকে ৮ মিলিয়ন পাউন্ড বোনাস দেওয়া হবে।
- যদি আল নাসের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, তাহলে রোনাল্ডোকে ৫ মিলিয়ন পাউন্ড বোনাস দেওয়া হবে।
- গোল্ডেন বুট জিততে পারলে দেওয়া হবে ৪ মিলিয়ন পাউন্ড বোনাস।
- এছাড়া আল নাসের ফুটবল ক্লাবের ১৫ শতাংশ (৩৩ মিলিয়ন পাউন্ড) মালিকানা, রোনাল্ডোকে দেওয়া আছে।
Cristiano Ronaldo: ক্লাব বিশ্বকাপে খেলতেই কি আল-নাসের 'অধ্যায় শেষ' করলেন রোনাল্ডো?
এখানেই শেষ নয়। রয়েছে আরও সুযোগ রয়েছে।
- গোল প্রতি ৮০ হাজার পাউন্ড বোনাস দেওয়া হবে। দ্বিতীয় বছর থেকে এই অঙ্কটা ২০ শতাংশ বেড়ে যাবে।
- কোনও গোলে অ্যাসিস্ট করলে দেওয়া হবে ৮০ হাজার পাউন্ড বোনাস। দ্বিতীয় বছর থেকে এই অঙ্কটাও ২০ শতাংশ বেড়ে যাবে।
- ৬০ মিলিয়ন ডলারের স্পনসরশিপ চুক্তি রোনাল্ডোকে দেওয়া হবে।
- এছাড়া ব্যক্তিগত বিমানের জন্য ৪ মিলিয়ন ইউরো দেওয়া হবে।
Cristiano Ronaldo: নেশনস লিগ জিততেই কেন কেঁদে ফেললেন রোনাল্ডো? ফাঁস হল গোপন কথা
প্রসঙ্গত, ২০২৩ সালে এই পর্তুগিজ ফুটবল সুপারস্টার আল-নাসের ক্লাবে খেলতে এসেছিলেন। গত মাসে সৌদি আরব প্রো লিগ সমাপ্ত হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লিখেছিলেন, 'এই অধ্য়ায়টা শেষ হল।' এই নিয়ে তৃতীয়বার আল-নাসের ট্রফিহীন থেকে এই টুর্নামেন্ট শেষ করল।