T20I World Record: মাত্র ৮ বলে ৫ উইকেট, বিলেতে T20 ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতসন্তানের

Fastest five-wicket haul in T20I: ৮ বলে ৫ উইকেট! তা-ও আবার T20 ক্রিকেটে! গল্প মনে হলেও সত্যি-ই ঘটেছে এমনটা। এমন অবিশ্বাস্য, অদ্ভূত রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন এক ভারতসন্তান।

Fastest five-wicket haul in T20I: ৮ বলে ৫ উইকেট! তা-ও আবার T20 ক্রিকেটে! গল্প মনে হলেও সত্যি-ই ঘটেছে এমনটা। এমন অবিশ্বাস্য, অদ্ভূত রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন এক ভারতসন্তান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mahesh Tambe: এস্টোনিয়ার বিরুদ্ধে ৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড মহেশ তাম্বের

Mahesh Tambe: এস্টোনিয়ার বিরুদ্ধে ৮ বলে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড মহেশ তাম্বের

Fastest 5 wickets haul in T20 International match: ৮ বলে ৫ উইকেট! তা-ও আবার T20 ক্রিকেটে! গল্প মনে হলেও সত্যি-ই ঘটেছে এমনটা। এমন অবিশ্বাস্য, অদ্ভূত রেকর্ড (World Record) গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন এক ভারতসন্তান। ফিনল্যান্ডের জার্সিতে মহেশ তাম্বে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক কীর্তি গড়েছেন, যা যে কোনও বোলারের স্বপ্নের কীর্তি। এই অখ্যাত ক্রিকেটার মাত্র ৮ বলেই ৫টি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল বাহরিনের জুনায়েদ আজিজের দখলে, যিনি ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন।

Advertisment

রবিবার ফিনল্যান্ড ও এস্টোনিয়ার মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টি-২০ ম্যাচে ফিনল্যান্ড প্রথমে বল করে এস্টোনিয়াকে ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে দেয়। ম্যাচের একপর্যায়ে এস্টোনিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১০৪ রান। এস্টোনিয়া ভালই শুরু করেছিল, কিন্তু তখনই আক্রমণে আসেন মহেশ তাম্বে। তিনি এস্টোনিয়ার মিডল অর্ডারকে ধ্বংস করে দেন। স্টিফেন গুচ, সাহিল চৌহান, মুহাম্মদ উসমান, রূপম বুরুয়া এবং প্রণয় গেওয়ালার উইকেট মাত্র ১.২ ওভারে তুলে নেন তাম্বে। তাঁর বোলিং ফিগার ছিল ২-০-১৯-৫।

আরও পড়ুন সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার

Advertisment

জবাবে ব্যাট করতে নেমে ফিনল্যান্ড ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন অরবিন্দ মোহন, যিনি ৬০ বলে অপরাজিত ৬৭ রান করেন। তাঁকে সঙ্গ দেন ফরাজ মেহতি আব্বাস (১৯) ও জর্ডান ও’ব্রায়ান (১৮)। এই জয়ে ফিনল্যান্ড ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নেয়।

আরও পড়ুন ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও

এস্টোনিয়ার ভাগ্যে দুই বিরল রেকর্ড 

এস্টোনিয়া এবার দুটি ব্যতিক্রমী রেকর্ডের অংশ হয়ে গেল। গত বছর এই দলেরই সাহিল চৌহান সাইপ্রাসের বিরুদ্ধে মাত্র ২৭ বলে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। আর এবার এই দলের বিপক্ষেই মহেশ তাম্বে মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে দ্রুততম পাঁচ উইকেটের রেকর্ড গড়লেন।

world record Cricket News