IND vs ENG 4th Test: সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার

IND vs ENG 4th Test Day 5 Highlights: বিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর।

IND vs ENG 4th Test Day 5 Highlights: বিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja Century: চলতি ইংল্যান্ড সফরে এটি জাডেজার দ্বিতীয় শতরান

Ravindra Jadeja Century: চলতি ইংল্যান্ড সফরে এটি জাডেজার দ্বিতীয় শতরান

Ravindra Jadeja 5th Test Century: রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) পঞ্চম তথা শেষ দিনের শেষ সেশনে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। চলতি ইংল্যান্ড সফরে এটি জাডেজার দ্বিতীয় শতরান। ১৮২ বলে শতরান পূর্ণ করেন তিনি, যা তাঁর টেস্ট কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

Advertisment

জাডেজা মাঠে নামেন যখন কেএল রাহুল ১৮৮ রানের মাথায় আউট হন। এরপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি বেঁধে ভারতের স্কোর ৪০০-র গণ্ডি পার করান। এই সময় তাঁরা ইংল্যান্ডের বোলারদের বিপাকে ফেলেন। জাডেজা তাঁর ইনিংসে ১২টি চারের সঙ্গে ১টি ছয় মারেন।

জাডেজা আরও একটি নজির গড়েছেন। ইংল্যান্ডের উইলফ্রেড রোডস এবং ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের পর তিনিই তৃতীয় ক্রিকেটার যিনি বিদেশের মাটিতে ১০০০ রান ও ৩০ উইকেটের কীর্তি গড়লেন।

Advertisment

আরও পড়ুন জাডেজা-ওয়াশিংটনের 'সুন্দর' সেঞ্চুরি, ইংল্যান্ডের মুখে গ্রাস কেড়ে চতুর্থ টেস্ট ড্র ভারতের

অন্যদিকে, ওয়াশিংটন সুন্দরও প্রথমবারের মতো টেস্ট শতরান করলেন। ২০৬ বল খেলে ১০১ রানের দুর্দান্ত ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছয় মারেন। এই শতরান তাঁর টেস্ট কেরিয়ারে প্রথম।

প্রথম ইনিংসে ভারত ৩১১ রানে পিছিয়ে থাকলেও শেষ দুই দিনে অসাধারণ ব্যাটিং করে ইংল্যান্ডের জয় আশা ভেস্তে দেন ভারতীয় ব্যাটাররা। মোট ১৪৩ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করে দেয় ভারত। এই ড্রয়ের ফলে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন ম্য়ানচেস্টারে ফের স্বমহিমায় শুভমান, শতরানে ভয়ঙ্কর গর্জন গিলের

Ravindra Jadeja Washington Sundar IND vs ENG 4th Test Match