Rishabh Pant Most runs in WTC: ভাঙা পায়ে হাফসেঞ্চুরি, ভাঙা পায়েই নয়া ইতিহাস ঋষভ পন্থের। ঋষভ পন্থ (Rishabh Pant) বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নতুন রেকর্ড গড়লেন। ২৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ২৭১৬ রানের রেকর্ড ভেঙে প্রথম স্থানে উঠে এলেন। পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) প্রথম ইনিংসে ৫৪ রান করে আউট হন।
এই রেকর্ড গড়তে পন্থের প্রয়োজন ছিল ৪০ রান, যা তিনি দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ওল্ড ট্র্যাফোর্ডে করে ফেলেন। এটি পন্থের WTC-র ৩৮তম ম্যাচ। এই টুর্নামেন্টে তিনি ইতিমধ্যেই করেছেন ৬টি শতরান এবং ১৫টি অর্ধশতরান।
আরও পড়ুন ভাঙা পায়েই ফিফটি, ইংরেজদের চোখে চোখ রেখে সাহস দেখালেন ঋষভ পন্থ
প্রথম দিনে ৪৮ বলে ৩৭ রান করার সময় পায়ের চোট পান পন্থ, তবে ভারতের ইনিংসের ১০২তম ওভারে শার্দূল ঠাকুর আউট হয়ে যাওয়ার পর আবার ব্যাট হাতে নামেন তিনি।
চতুর্থ টেস্টের (India vs England) প্রথম দিনের শেষ সেশনে ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে পায়ে মারাত্মক চোট পান ঋষভ পন্থ। চোট পেয়ে মাঠেই শুয়ে পড়েন তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিও এসে তাঁর পা পরীক্ষা করে দেখেন, পায়ের পাতা ফুলে ঢোল, রক্তও বের হচ্ছিল। এই অবস্থায় আর ব্যাট করতে পারেননি তিনি। খোঁড়াতে থাকেন পন্থ। তাঁকে নিয়ে যেতে মাঠে আসে অ্যাম্বুল্যান্স। তাতে বসেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন পন্থ।
আরও পড়ুন ভাঙা পায়েই খেলা হবে পন্থের, ওল্ড ট্রাফোর্ডে অবাক দৃশ্য, স্টোকসদের মুখের হাসি গায়েব
হাসপাতালে স্ক্যান হয় পন্থের পায়ের। রিপোর্ট জানা যায়, পায়ের পাতার হাড় ভেঙেছে পন্থের। টিম ইন্ডিয়া শিবিরের মাথায় বাজ পড়ে। পায়ের পাতার হাড় ভেঙে অন্তত ৬ সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে চলে গেছেন পন্থ। দেড় মাস তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকরা। আপাতত আর সিরিজে খেলতে পারবেন না বলে জানা যায় টিম ইন্ডিয়া সূত্রে।
আরও পড়ুন ভাঙা পায়েই খেলা হবে পন্থের, ওল্ড ট্রাফোর্ডে অবাক দৃশ্য, স্টোকসদের মুখের হাসি গায়েব
এই ম্যাচেই বুধবার পন্থ ইংল্যান্ডের মাটিতে ১০০০ টেস্ট রান করা প্রথম নন-ইংলিশ উইকেটকিপার-ব্যাটার হয়ে উঠেছিলেন। আর যদি এই ম্যাচে তিনি আরও অন্তত ৬৪ রান করতে পারেন, তাহলে তিনি হয়ে যাবেন পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে ১০০০ রান পূর্ণ করেছেন। এই তালিকায় আছেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও কেএল রাহুল।
পন্থের চোট সম্পর্কে বৃহস্পতিবার এক্স (আগের টুইটার)-এ বিবৃতি দিয়ে বিসিসিআই জানায়, তিনি এই ম্যাচে কিপিং করবেন না। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল গ্লাভস সামলাবেন। তবে পন্থ দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে প্রস্তুত থাকবেন।
আরও পড়ুন ৪৪০ ভোল্টের ঝটকা টিম ইন্ডিয়ার, গুরুতর চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেলেন পন্থ