Yash Dayal FIR: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন, IPL জয়ী RCB তারকার বিরুদ্ধে FIR, গ্রেফতার হবেন কোহলির সতীর্থ?

RCB Star Pacer Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৬৯-এর অধীনে এফআইআর হয়েছে, যা একটি জামিনঅযোগ্য অপরাধ। এই ধারার অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং তৎক্ষণাৎ গ্রেফতারির বিধান রয়েছে।

RCB Star Pacer Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৬৯-এর অধীনে এফআইআর হয়েছে, যা একটি জামিনঅযোগ্য অপরাধ। এই ধারার অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং তৎক্ষণাৎ গ্রেফতারির বিধান রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB Yash Dayal: ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের সমস্যা থামার নামই নিচ্ছে না

RCB Yash Dayal: ভারতীয় ক্রিকেটার যশ দয়ালের সমস্যা থামার নামই নিচ্ছে না

Yash Dayal Sexual exploitation case: বড়সড় বিপদে আরসিবি (RCB) তারকা যশ দয়াল (Yash Dayal)। যৌন নির্যাতনের অভিযোগে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের। জানা গিয়েছে, গাজিয়াবাদ পুলিশ যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা এক মহিলার বয়ান রেকর্ড করতে চলেছে। সোমবার রাতে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে যশ দয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যশের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক শোষণের (Sexual Harassment) মতো গুরুতর অভিযোগ উঠেছে।

Advertisment

গোপন জবানবন্দি এবং মেডিক্যাল পরীক্ষা হবে 

গাজিয়াবাদ পুলিশ এখন নির্যাতিতার বয়ান ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করবে। বয়ান রেকর্ড হওয়ার পর তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হবে। আদালতে আনুষ্ঠানিক বয়ান রেকর্ড হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে ইলেকট্রনিক ডকুমেন্ট 

Advertisment

সূত্রের খবর অনুযায়ী, ওই মহিলা পুলিশকে যশ দয়ালের বিরুদ্ধে ইলেকট্রনিক প্রমাণ, যেমন চ্যাট রেকর্ড, ভিডিও কল, স্ক্রিনশট এবং ছবি জমা দিয়েছেন। পুলিশ এখন এই সমস্ত প্রমাণের বৈধতা খতিয়ে দেখছে।

যশ দয়াল কি গ্রেফতার হবেন? 

যশ দয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ৬৯-এর অধীনে এফআইআর হয়েছে, যা একটি জামিনঅযোগ্য অপরাধ। এই ধারার অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং তৎক্ষণাৎ গ্রেফতারির বিধান রয়েছে।

আরও পড়ুন 'ব্যবহার করো আর ফেলে দাও'! RCB তারকার বিরুদ্ধে বিস্ফোরক তরুণী, ভাইরাল পোস্ট

BNS-এর ধারা ৬৯ কী? 

BNS-এর ধারা ৬৯ সেইসব ঘটনার সঙ্গে সম্পর্কিত যেখানে মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা হয়। এই ধারা অনুযায়ী, এমন ঘটনা নির্যাতিতার বিশ্বাসভঙ্গ এবং যৌন নির্যাতন হিসেবে দেখা হয় এবং এটিকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে এই ধারা অনুযায়ী এটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না এবং ধর্ষণের আইন অনুযায়ী মামলা চলবে না।

আরও পড়ুন RCB পেসারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ! দায়ের FIR, তদন্তে মুখ্যমন্ত্রী

শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে যশের কেরিয়ার? 

২৭ বছরের যশ দয়াল একসময় আইপিএলে রিংকু সিংয়ের টানা পাঁচটি ছক্কা খেয়ে খবরের শিরোনামে এসেছিলেন। বাঁ হাতি এই পেসার IPL 2025-এ আরসিবিকে প্রথম ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা যশ ২৭টি ফার্স্ট ক্লাস, ২৩টি লিস্ট ‘এ’ এবং ৭১টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৪ এবং দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেওয়া হলেও এখনও আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পাননি।

RCB FIR Sexual harassment Yash Dayal