Footballer Passed Away: মর্মান্তিক! বল দখলের লড়াইয়ে সব শেষ, চিরঘুমে তরুণ ফুটবলার

Young Footballer Dies: ঠিক যেন জুনিয়রের স্মৃতি ফিরে এল ফুটবল ময়দানে। বল দখল করতে গিয়ে বিপক্ষ ফুটবলারের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। এই সংঘর্ষের কারণেই চোট লেগেছিল বুকে। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি।

Young Footballer Dies: ঠিক যেন জুনিয়রের স্মৃতি ফিরে এল ফুটবল ময়দানে। বল দখল করতে গিয়ে বিপক্ষ ফুটবলারের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। এই সংঘর্ষের কারণেই চোট লেগেছিল বুকে। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Footballer Passed Away

ছবিটি প্রতীকী

Footballer Death: ঠিক যেন জুনিয়রের স্মৃতি ফিরে এল ফুটবল ময়দানে। বল দখল করতে গিয়ে বিপক্ষ ফুটবলারের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। এই সংঘর্ষের কারণেই চোট লেগেছিল বুকে। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। চলে গিয়েছিল কোমায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা সম্ভব হল না। মাত্র ১৪ বছর বয়সেই মারা গেল এক তরুণ ফুটবলার। এই ঘটনায় গোটা ফুটবল বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

জানা গিয়েছে, ওই ফুটবলারের নাম এলান। বয়স মাত্র ১৪ বছর। পদবি জানা যায়নি। জুনেস ভিলেনাভাইজ ক্লাবের হয়ে খেলত। ফ্রান্সে একটি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিল সে। খেলা চলাকালীন প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে তার ভয়ঙ্কর ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই কঠিন সময়ে এলানের পরিবারের গোপনীয়তা যেন রক্ষা করা হয়।

Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার

কী হয়েছিল ঘটনাটি?

Advertisment

ঘটনাটি গত রবিবারের। স্যাম এলিট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জুনেস ভিলেনাভাইজ ফুটবল ক্লাব। এই ক্লাবের হয়েই খেলতে নেমেছিল এলান। জানা গিয়েছে, ওই কিশোর ফুটবলার হাওয়ায় ভেসে থাকা একটি বল দখল করতে যায়। ঠিক সেইসময় বুকে প্রচন্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। সতীর্থ ফুটবলাররা তাকে স্থানীয় বোর্দু বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। চিকিৎসকরা জানান, ওই ফুটবলার কোমায় চলে গিয়েছে।

Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার

কিন্তু চিকিৎসকদের চেষ্টায় কোনও খামতি ছিল না। লিভারে রক্তক্ষরণ বন্ধ করার জন্য একাধিক অস্ত্রোপচারও করা হয়েছিল। কিন্তু, লাভ হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করে এলান। এই ঘটনায় গোটা ফুটবল বিশ্ব শোকস্তব্ধ।

জানা গিয়েছে, এই ঘটনার পরদিন জুনেস ভিলেনাভাইজ ক্লাব তাদের অনুশীলন বাতিল করে দেয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ক্লাবের পক্ষ থেকেই মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এই খবর নিশ্চিত করছি যে আমাদের ক্লাবের কিশোর ফুটবলার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই ঘটনায় আমরা সকলেই শোকস্তব্ধ। ওর জন্য একরাশ নীরবতা এবং ভালবাসা রইল।' অন্যদিকে, যে দলের বিরুদ্ধে এলন খেলতে নেমেছিল, সেই বোর্দুও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে শোকজ্ঞাপন করেছে।

Footballer Death