Footballer Death: ইজরায়েলি জঙ্গি হানায় প্রাণ হারালেন প্যালেস্তাইন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সুলেমান আল-ওবেইদ। সমর্থকদের মধ্যে তিনি 'প্যালেস্তাইনের পেলে' নামে সুপরিচিত ছিলেন। স্থানীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই দুঃসংবাদ শেয়ার করা হয়েছে।
ইতিমধ্যে প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত বুধবার ইজরায়েলি জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ৪১ বছর বয়সি ওবেইদ। দক্ষিণ গাজা ভূখণ্ডে মানবিক সাহায্যের জন্য একটা বড় সংখ্যক জনগণ অপেক্ষা করছিলেন। সেইসময় তাঁদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়।
Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার
গাজা ভূখণ্ডে আপাতত ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে। গত মাসে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, চলতি বছর মে মাস থেকে ইজরায়েলি জঙ্গির হাতে প্যালেস্তাইনের সীমান্ত এলাকায় প্রায় ১,৩০০-র বেশি এমন নাগরিক প্রাণ হারিয়েছেন যাঁরা খাবারের জন্য অপেক্ষা করছিলেন।
Footballer Death News: মাত্র ২৮-য়েই থামল পথচলা, মৃত ফুটবলারের জন্য 'মানবিক সিদ্ধান্ত' নিল ক্লাব কর্তৃপক্ষ
প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুধুমাত্র সুলেমান আল-ওবেইদ একা নন, গত জুলাই মাস থেকে আরও বেশ কয়েকজন ফুটবলার এই জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - মেহমুদ রফি শাহিন, ওদেহ মহম্মদ আল-হাতালিন এবং হাদি মেহমুদ হালাওয়া।
Footballer Death: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তারকা ফুটবলার, আজও বুকফাটা আর্তনাদ শোনা যায় ভারতীয় সমর্থকদের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গাজার খাদামত আল-শাতি ক্লাবের তারকা ফুটবলার ছিলেন এই ওবেইদ। প্যালেস্তাইন জাতীয় দলের হয়ে তিনি ২৪ ম্য়াচ খেলেছেন।
Footballer Death: শরীরে বাসা বেঁধেছিল মারণ-রোগ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার
প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'আল-ওবেইদ তাঁর সুদীর্ঘ কেরিয়ারে শতাধিক গোল করছেন। প্যালেস্তাইন ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন তিনি।'
এর পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কের আল-আমারি ইউথ সেন্টার ক্লাবের হয়েও খেলেছিলেন এই মিডফিল্ডার। প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে ইজরায়েল এই ওয়েস্ট ব্যাঙ্ক দখল করে নিয়েছে।
গাজা শহরে জন্মগ্রহণ করেছিলেন ওবেইদ। তাঁর পরিবারে স্ত্রী এবং ৫ সন্তান রয়েছে। ইতিমধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গোটা ফুটবল বিশ্ব আপাতত শোকস্তব্ধ।