Footballer Injury Update: 'কেউ বাঁচাতে পারত না...', দুর্ঘটনার পর ঈশ্বরকে ধন্যবাদ জানালেন সংগ্রাম

Sangram Mukherjee: গত রবিবার (২৬ অক্টোবর) ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হলেন প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়। কল্যাণী হাইওয়েতে তাঁর গাড়ি উল্টে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

Sangram Mukherjee: গত রবিবার (২৬ অক্টোবর) ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হলেন প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়। কল্যাণী হাইওয়েতে তাঁর গাড়ি উল্টে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

author-image
Koushik Biswas
New Update
Sangram Mukherjee

গাড়ি দুর্ঘটনার কবলে সংগ্রাম মুখোপাধ্যায়

Sangram Mukherjee: গত রবিবার (২৬ অক্টোবর) ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সাক্ষী হলেন প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়। কল্যাণী হাইওয়েতে তাঁর গাড়ি উল্টে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে এই দুর্ঘটনার কথা শেয়ার করলেন তিনি। সঙ্গে এও জানালেন, এখন কেমন রয়েছেন।

Advertisment

East Bengal FC News: ইস্টবেঙ্গলের 'গৃহযুদ্ধে' ঘৃতাহুতি, ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা সংগ্রামের

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

দুরভাষ মারফৎ সংগ্রাম জানালেন, 'কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা বাড়ি ফিরছিলাম। ড্রাইভার তো ঠিকঠাকই চালাচ্ছিল। বোধহয় ওর ঘুম পেয়ে গিয়েছিল। আচমকা সামনে একটা লরি চলে আসে। এমন সময় ও আর গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। আচমকা ব্রেক মারে। এমন সময় গাড়িটা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। তারপরই পালটি খেয়ে গেল। গাড়ির সামনেই বসেছিলাম আমি। গোটা ঘটনাটা আমার চোখের সামনেই ঘটে গেল।'

Advertisment

Sangram Mukherjee Exclusive: 'শিলটন ঘরের ছেলে, আমি পরের ছেলে...', অভিমানের সুর সংগ্রামের গলায়

কী বললেন চিকিৎসক?

সংগ্রাম জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণে তাঁর ঘাড়ে সামান্য চোট লেগেছে। কিন্তু, মারাত্মক যন্ত্রণা হচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) সকালেই তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসক তাঁকে এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন। বললেন, 'আজ সকালেই এক্স-রে করিয়েছিল। সন্ধ্যার পর রিপোর্ট হাতে পাব। সেই রিপোর্টের অপেক্ষায় আপাতত রয়েছি। রিপোর্টটা হাতে পেলে পরবর্তী চিকিৎসা শুরু হবে।'

Mohun Bagan Super Giant: মোহনবাগান জিততেই 'হুঙ্কার' শুভাশিসের, এ কথা বললে ইস্টবেঙ্গলকে নিয়ে!

ঈশ্বরকে ধন্যবাদ জানালেন সংগ্রাম

শেষকালে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক বললেন, 'আমি তো সামনে বসেছিলাম। গোটা ঘটনাটাই একেবারে লাইভ দেখলাম। নেহাত সিট বেল্টটা পরেছিলাম। সেকারণে এই যাত্রায় বেঁচে গেলাম। নাহলে কী যে হত, সেটা ভেবেই শিউরে উঠছি। বুক আর ঘাড়ে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। তবে একটা কথা বলতে পারি, ঈশ্বর ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারত না। গাড়িতে যারা ছিলাম, তারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছি।'

Sangram Mukherjee