/indian-express-bangla/media/media_files/2025/10/21/sangram-mukherjee-1-2025-10-21-17-51-50.jpg)
অস্কার সন্দীপ দ্বৈরথ নিয়ে এবার মুখ খুললেন সংগ্রাম মুখোপাধ্যায়
East Bengal FC: অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) বনাম সন্দীপ নন্দী (Sandip Nandy) দ্বৈরথ নিয়ে ইতিমধ্যে বঙ্গ ফুটবলে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞদের মতে, সন্দীপ যে কাজটা করেছেন, তার মধ্যে অন্তত ভুল কিছু নেই। বরং অস্কারই নিজের দায় এড়ানোর জন্য, সন্দীপের কাঁধে বন্দুক রেখে নিজের চাকরি বাঁচানোর চেষ্টা করলেন। এবার এই বিতর্কে আরও খানিকটা ঘৃতাহুতি করলেন মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় (Sangram Mukherjee)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একান্ত সাক্ষাৎকারে সংগ্রাম জানালেন, 'একজন গোলকিপার-কোচ তো সাজেশন দিতেই পারেন। এরমধ্যে তো আর ভুল কিছু নেই। এবার সেই পরামর্শ দলের হেড কোচ গ্রহণ করবেন কি না, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে তো সন্দীপের কিছু আর করার নেই।'
East Bengal FC Controversy: 'ইস্টবেঙ্গলকে শেষ করে দেবে অস্কার...', বিস্ফোরক বাংলার তারকা ফুটবলার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার (২১ অক্টোবর) ইমামি ইস্টবেঙ্গল এফসি-র গোলকিপিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী। ২০২৫ আইএফএ শিল্ড ফাইনাল টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৫-৪ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল এফসি। গত শনিবার এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। তো, ফাইনাল ম্য়াচে এই হারের পর সন্দীপের উপর ক্ষোভে ফেটে পড়েন অস্কার।
East Bengal FC: চরম গৃহযুদ্ধ ইস্টবেঙ্গলে, দায়িত্ব ছাড়লেন গোলকিপার কোচ
আসলে টাইব্রেকারের প্রাক্কালে সন্দীপ নন্দী অস্কারকে পরামর্শ দেন, প্রভসুখন সিং গিলের পরিবর্তে দেবজিৎ মজুমদারকে গোলকিপার হিসাবে নামালে ভাল হয়। এই একটা সিদ্ধান্তই যে এভাবে ব্যাকফায়ার করবে, সেটা কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। অস্কারও সন্দীপের প্রস্তাবে সায় দিয়েছিলেন। কিন্তু, এই ম্য়াচে ইস্টবেঙ্গল হারতে না হারতেই সন্দীপের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ইস্টবেঙ্গলের হেড স্যার। জানতে চান, কার পরামর্শে সন্দীপ ওই কঠিন সময়ে দেবজিৎকে মাঠে নামানোর প্রস্তাব দিয়েছিলেন। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।
East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে 'দুর্দান্ত খবর', ভুলে যাবেন ডার্বি হারের যন্ত্রণা
সংগ্রামের কথায়, 'সন্দীপ ওর পরামর্শ দিয়ে কোনও ভুল করেনি। তাহলে, আর গোলকিপার-কোচের ভূমিকাটাই বা কী হবে? ও অবশ্যই বলতে পারে যে কোনটা ভাল হতে পারে, আর কোনটা খারাপ। চূড়ান্ত সিদ্ধান্ত তো অস্কারকেই গ্রহণ করতে হবে। যেভাবে ওকে সকলের সামনে অপমান করা হয়েছে, সেটা একেবারেই কাম্য নয়। যার যেটা সম্মান, তাকে সেটুকু অন্তত দেওয়া উচিত। এই ব্যাপারগুলো অস্কার ব্যক্তিগতভাবেও বলতে পারত। নন্দীকে সবার সামনে এভাবে অপমান করাটা একেবারেই উচিত হয়নি। আমার ক্ষেত্রে এমন ঘটনা ঘটলেও, হয়ত একই সিদ্ধান্ত গ্রহণ করতাম। এটা খুবই বাজে ব্যবহারের পরিচয়।'
সুপার কাপের আগে চাপে পড়ল ইস্টবেঙ্গল?
উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর থেকে বসতে চলেছে সুপার কাপের আসর। সেকারণে ইতিমধ্যে গোটা ইস্টবেঙ্গল দল গোয়ায় পৌঁছে গিয়েছে। আর সেখানে গিয়েই ঘটেছে যাবতীয় বিপত্তি। আপাতত আসন্ন সুপার কাপে গোলকিপার-কোচ ছাড়াই খেলতে হবে ইস্টবেঙ্গলকে। সেকারণে, এই টুর্নামেন্টে লাল-হলুদ ব্রিগেড কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।