/indian-express-bangla/media/media_files/2025/07/04/muhannad-al-lili-death-2025-07-04-02-03-42.jpg)
ইজরায়েলের এয়ারস্ট্রাইকে মারা গেলেন প্যালেস্তাইনের ফুটবলার
Footballer Death: ইজরায়েল (Israel Palestine Conflict) বনাম প্যালেস্তাইন যুদ্ধের বলি হলেন আরও এক ফুটবলার। নাম মুহান্নদ আল-লিলি। জানা গিয়েছে, নাদি খাদামত আল-মাঘাজি ফুটবল ক্লাবের হয়ে খেলতেন তিনি। সেন্ট্রাল গাজায় (Gaza Attack) একটি রিফিউজি ক্যাম্পে বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁর পরিবারের উপর বোমা বর্ষণ করা হয়। সেইসময়ই নাকি তাঁর মৃত্যু হয়েছে।
লায়লা হামিদ নামে এক ক্রীড়া সাংবাদিক জানিয়েছেন, ইজরায়েলের এই আক্রমণের কারণে গাজায় এর আগে বহু খেলোয়াড় প্রাণ হারিয়েছেন। ৪৩৯ নম্বর খেলোয়াড় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন মুহান্নদ আল-লিলি।
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি নাকি মুহান্নদ আল-লিলি বিয়ে করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের বেশ কয়েকটি ছবিও পাওয়া গিয়েছে।
মহম্মদ আল-শরিফ নামে গাজার একজন ফুটবলার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করেছেন। সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে তিনি লিখেছেন, 'প্রত্যেকদিন আমরা একজন করে অ্যাথলিটকে চিরবিদায় জানাচ্ছি। এরপর টার্গেট আমরা হতে পারি।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মুহান্নদ আল-লাইলি আমাদেরই সতীর্থ ছিল। আল-মাঘাজি সার্ভিসেস ক্লাবের হয়ে ও খেলত। ইজরায়েলের বায়ুসেনা গাজার আল-মাঘাজি রিফিউজি ক্যাম্পে অবস্থিত ওর বাড়ির উপর বোমা বর্ষণ করে। আর তখনই মৃত্যু হয়েছে।'
দেখে নিন সেই টুইট:
Every day we bid farewell to a new athlete.💔.
— mohammad al sharif 🇵🇸 (@mohamd684083) July 3, 2025
We could be the next target.
Our colleague, Muhannad Al-Laili, a player for the Al-Maghazi Services Club, succumbed to his wounds after an Israeli airstrike on his family's home in the Al-Maghazi refugee camp in Gaza. pic.twitter.com/pprsObIgQW
অন্যদিকে, আবুবকর আবেদ নামে প্যালেস্তাইনের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে লিখেছেন, 'জোতার প্রয়াণে আর গোটা ক্রীড়াজগৎ শোকস্তব্ধ। পর্তুগালের এই ফুটবলারের জন্য সকলেই শোকবার্তা জ্ঞাপন করছে। এই দুর্ঘটনাটি অবশ্যই প্রাণঘাতী ভয়ঙ্কর। কিন্তু, গাজায় যে ৪২৫ জন ফুটবলার মারা গেলেন, তাঁদের নিয়ে একটাও কথা কেউ বলছে না। এখানকার ক্রীড়া পরিকাঠামো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে।'