New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/25/india-football-coach-2025-07-25-16-50-42.jpg)
India Football Coach: সুনীলদের কোচ হতে চলেছেন বিশ্ববিখ্যাত ফুটবলার?
World Cup Winner Xavi Hernandez: জানা গিয়েছে, বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা ফুটবলারও সুনীলদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। বার্সেলোনার প্রাক্তন জাভি হার্নান্ডেজও আবেদনকারীদের তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর।
India Football Coach: সুনীলদের কোচ হতে চলেছেন বিশ্ববিখ্যাত ফুটবলার?
Xavi Hernandez as Indian Football Team Coach: ভারতীয় ফুটবলের শিরে সংক্রান্তি অবস্থা। একে তো এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে হতশ্রী পারফরম্যান্স, তার উপর কোচও ইস্তফা দিয়েছেন। মানোলো মার্কেজ সরে যাওয়ার পর থেকে শনির দশা ভারতীয় ফুটবলের। ইতিমধ্যে স্থগিত হয়ে গিয়েছে দেশের এক নম্বর ফুটবল লিগ ISL। এই দিশাহারা অবস্থায় ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) জন্য হন্যে হয়ে কোচ খুঁজছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। নয়া কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপনও দিয়েছে ফেডারেশনে। তাতেই চমকপ্রদ খবর পাওয়া গিয়েছে। বিশ্বখ্যাত তারকা নাকি ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।
ভারতের কোচ হওয়ার জন্য দেশ-বিদেশের অনেক তাবড় কোচ আবেদন করেছেন ফেডারেশনের কাছে। সেই তালিকায় রয়েছেন আইএসএল (ISL) জয়ী, আই লিগ জয়ী কোচরাও। এরই মধ্যে জানা গিয়েছে, বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা ফুটবলারও সুনীলদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। বার্সেলোনার প্রাক্তন জাভি হার্নান্ডেজও (Xavi Hernandez) আবেদনকারীদের তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর। ইউরা কাপ-বিশ্বকাপ জয়ী স্পেনের মিডফিল্ডার জাভিকে নিয়ে বিস্ফোরক খবর প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সেই রিপোর্ট দাবি, জাভি নাকি আবেদনকারীদের তালিকায় রয়েছেন।
আরও পড়ুন মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে
জানা গিয়েছে, জাভি নাকি নিজেই ই-মেল মারফত ফেডারেশনের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন। তবে কীভাবে কখন তাঁকে যোগাযোগ করা হবে সে নিয়ে নিজের কোনও ফোন নম্বর ই-মেলে দেননি বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার। আবেদনকারীদের মধ্যে জাভির নাম দেখে নাকি হচকিয়ে যান ফেডারেশন কর্তারাও। ভারতীয় ফুটবল টিমের ডিরেক্টর সুব্রত পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজের ই-মেল থেকে আবেদন পাঠিয়েছিলেন জাভি।
তবে জাভি নিজে আগ্রহী হলেও ফেডারেশন নাকি জাভিকে কোচ করতে উৎসাহী নয়। কারণ তাঁকে ভারতীয় ফুটবল দলের হেড কোচ করলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা খরচ করার মতো সামর্থ্য এখন নেই ফেডারেশনের। ফেডারেশনের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাভি আবেদন করেছিলেন ঠিকই। তাঁকে হয়তো রাজিও করানো যেত। কিন্তু তাঁকে জাতীয় ফুটবল দলের কোচ করে আনতে যে টাকা খরচ হবে তা সামলানো অসম্ভব।
আরও পড়ুন মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের
উল্লেখ্য, কোচ হিসাবে জাভির রেকর্ড খারাপ নয়। ২০২৩ সালে তাঁর কোচিংয়ে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ এবং ২০২২-২৩ মরশুমে স্প্যানিশ লা লিগা জিতেছিল। ফুটবলার হিসাবে বার্সেলোনার জার্সিতে সাড়ে সাতশোর বেশি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৮ এবং ২০১২ সালে ইউরো কাপ এবং ২০১০ সালে স্পেনের জার্সিতে বিশ্বকাপ জেতেন জাভি। ভারতে বহু স্প্যানিশ কোচ এসেছেন কোচিং করাতে। তাঁদের কাছ থেকে শুনেই ভারতীয় ফুটবল নিয়ে নাকি আগ্রহ তৈরি হয়েছে জাভির।