/indian-express-bangla/media/media_files/2025/04/09/lCt7ErugcSOL3XVhUn1l.jpg)
Kedar Jadhav Net Worth: IPL থেকে কোটি কোটি টাকা আয় করেছেন কেদার যাদব
Kedar Jadhav Net Worth: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব (Kedar Jadhav) এবার রাজনীতির জগতে পা রেখেছেন। ২০২৪ সালের জুন মাসে তিনি ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। অবসরের কয়েক মাস পরেই, গতকাল অর্থাৎ মঙ্গলবার, ৮ এপ্রিল, তিনি ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগদান করেন। মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এবং অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে কেদার যাদব দলের সদস্যপদ গ্রহণ করেন।
শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২০ সালে
কেদার যাদব ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০২০ সালে খেলেছিলেন। তিনি ভারতের হয়ে ৭৩টি ওয়ানডে এবং ৯টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে তিনি অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন। বিশেষ করে তার পার্ট-টাইম অফ স্পিন বোলিং এবং মিডল অর্ডারে ব্যাটিং তাঁকে একজন ইমপ্যাক্ট ক্রিকেটার করে তুলেছিল।
#WATCH | Former Indian Cricketer Kedar Jadhav joins BJP in the presence of Maharashtra minister and state BJP chief Chandrashekhar Bawankule in Mumbai. pic.twitter.com/4reAKk7F1Y
— ANI (@ANI) April 8, 2025
IPL থেকে বড় আয় (Kedar Jadhav IPL Income)
কেদার যাদবের জনপ্রিয়তার একটি বড় অংশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সঙ্গে যুক্ত। তিনি চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-এর মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। আইপিএলে তাঁর সবচেয়ে বড় চুক্তি ছিল CSK-এর সঙ্গে, যেখানে তাঁকে ৭.৮ কোটি টাকায় তিনটি সিজনের জন্য সাইন করা হয়েছিল। এছাড়াও তিনি অন্যান্য দল থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।
৫০ কোটির বেশি সম্পত্তি (Kedar Jadhav Net Worth)
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেদার যাদবের মোট সম্পত্তি ৫০ কোটি টাকার বেশি। এই সম্পত্তি তিনি শুধু ক্রিকেট থেকেই নয়, ব্যবসায়িক বিনিয়োগ, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং স্পনসরশিপ চুক্তির মাধ্যমেও অর্জন করেছেন।
আরও পড়ুন বয়স ৪৩, তাতে কী! অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি
বিলাসবহুল জীবনযাপনের শখ (Kedar Jadhav Lifestyle and Car Collection)
কেদার যাদবের জীবনধারা বেশ বিলাসবহুল। তাঁকে প্রায়ই তাঁর কনভার্টিবল BMW X4-এ ঘুরতে দেখা যায়, যার ভারতীয় বাজারে দাম প্রায় ৮৪ লক্ষ টাকা। এছাড়াও তার অন্যান্য বিলাসবহুল গাড়ি এবং সম্পত্তি রয়েছে।
আরও পড়ুন কার দোষে হারল কেকেআর? দুঃখ করে বলেই ফেললেন রাহানে
কেদার যাদব রাজনীতিতে প্রবেশ করেছেন, এখন দেখার যে তিনি এই রাজনীতির ময়দানে কতটা সক্রিয় থাকেন এবং দল তাঁকে কী ভূমিকা দেয়। মহারাষ্ট্রে বিজেপির জন্য একটি জনপ্রিয় মুখ হিসেবে তাঁর ভাবমূর্তির রাজনৈতিক সুবিধা নেওয়া যেতে পারে।