/indian-express-bangla/media/media_files/2025/04/09/Rxk6IaE41JUfXkjxhqlW.jpg)
উইকেটকিপার হিসেবে অনন্য রেকর্ড কায়েম করলেন মহেন্দ্র সিং ধোনি
মঙ্গলবার (৮ এপ্রিল) চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে জোড়া ম্য়াচের আয়োজন করা হয়েছিল। দিনের প্রথম ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ৪ রানে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়েছিল। আর দ্বিতীয় ম্য়াচটি পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আয়োজন করা হয়। এই ম্য়াচে চেন্নাই ১৮ রানে পরাজয় স্বীকার করেছে।
চলতি আইপিএল মরশুমে এই নিয়ে সিএসকে টানা ৪ ম্য়াচে হেরে গেল। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে সিএসকে এই মরশুমে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্য়ান্স করতে পারিনি। দলের অধিকাংশ ক্রিকেটারই আউট অফ ফর্ম রয়েছেন। যদিও এই ম্য়াচ হারের পরও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এক অনন্য ইতিহাস কায়েম করেছেন। আইপিএল টুর্নামেন্টে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ধোনি এই রেকর্ড অর্জন করলেন।
ইতিহাস গড়লেন মহেন্দ্র সিং ধোনি
এই ম্য়াচে মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে হয়ত খুব বড় রানের ইনিংস খেলতে পারেননি। কিন্তু, তাঁর ব্যাট থেকে বেশ কয়েকটি আক্রমণাত্মক শট এবং আকাশছোঁয়া ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি উইকেটকিপিংয়ে এক অনন্য রেকর্ড কায়েম করেছেন মাহি। আইপিএল ইতিহাসে ধোনিই প্রথম এবং একমাত্র উইকেটকিপার যিনি ১৫০ ক্যাচ তালুবন্দি করেছেন। এই ম্য়াচে নেহাল বঢেরার ক্যাচ নেওয়ার পরই ধোনি এই ইতিহাস রচনা করেন।
MS Dhoni Retirement: অবসরের ঘোষণা করে ফেললেন ধোনি? CSK কোচের বিতর্কিত মন্তব্য
আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে আগে থেকেই ছিল। এই ম্য়াচের আগে ১৪৯ ক্যাচ নিয়ে তিনি তালিকায় শীর্ষস্থানে ছিলেন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি ১৩৭ ক্যাচ তালুবন্দি করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। তিনি ৮৭ ক্যাচ ধরেছেন। অন্যদিকে, চতুর্থ স্থানে রয়েছে ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক এখনও পর্যন্ত ৭৬ ক্যাচ তালুবন্দি করেছেন। পঞ্চম স্থানে ৬৬ ক্যাচ নিয়ে নাম লিখিয়েছেন কুইন্টন ডি কক।
MS Dhoni: দুরন্ত রান আউট আউট করলেন ধোনি, দেখে নিন সেই ভিডিও
আইপিএল ইতিহাসে সর্বাধিক ক্যাচ সংগ্রহকারী উইকেটকিপার
- মহেন্দ্র সিং ধোনি - ১৫০ ক্যাচ
- দীনেশ কার্তিক - ১৩৭ ক্যাচ
- ঋদ্ধিমান সাহা - ৮৭ ক্যাচ
- ঋষভ পন্থ - ৭৬ ক্যাচ
- কুইন্টন ডি কক - ৬৬ ক্যাচ
নজর কাড়লেন ব্যাট হাতেও
পঞ্জাব কিংসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। যদিও শেষপর্যন্ত তিনি লড়াইটা চালিয়ে যেতে পারেননি। কিন্তু, এই ম্য়াচে মাহি বেশ কয়েকটা বড় শট খেলে সমর্থকদের হৃদয় জয় করেছেন। মাত্র ১২ বলে ২৭ রান করেন ধোনি। ১ চারের পাশাপাশি ৩ ছক্কাও হাঁকিয়েছেন। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করেছিল। এর জবাবে সিএসকে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে। শেষপর্যন্ত সিএসকে ১৮ রানে এই ম্য়াচটা হেরে যায়।