Pahalgam Terror Attack: 'ইসলামের একরাশ লজ্জা, এঁরা মুসলিম নামে কলঙ্ক', জেহাদিদের কঠোরতম শাস্তির দাবি মেহতাবের

Mehtab Hossain Reaction on Pahalgam Attack: পহেলগাঁও হত্যালীলা নিয়ে এবার ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন। বলেছেন, 'ইসলামের জন্য এই হত্যাকাণ্ড একরাশ লজ্জা নিয়ে এল। এঁরা মুসলিম নামের কলঙ্ক।'

Mehtab Hossain Reaction on Pahalgam Attack: পহেলগাঁও হত্যালীলা নিয়ে এবার ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন। বলেছেন, 'ইসলামের জন্য এই হত্যাকাণ্ড একরাশ লজ্জা নিয়ে এল। এঁরা মুসলিম নামের কলঙ্ক।'

author-image
Subhamay Mandal
New Update
Mehtab condemns Pahalgam Attack: পহেলগাঁও হত্যলীলা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মিডফিল্ড জেনারেল

Mehtab condemns Pahalgam Attack: পহেলগাঁও হত্যলীলা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মিডফিল্ড জেনারেল

Mehtab Hossain Facebook Video on Pahalgam Attack: পহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলার নিন্দায় গর্জে উঠেছে গোটা দেশ তথা বিশ্ব। দেশবাসী এই বর্বরোচিত এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাগে-ক্ষোভে ফুঁসছে। দেশের বিভিন্ন মহলের, বিভিন্ন শ্রেণি, বিভিন্ন ধর্মের মানুষ এই প্রতিবাদে শামিল হয়েছেন। এবার প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেনও ক্ষোভে ফেটে পড়লেন। সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে দিলেন মিডফিল্ড জেনারেল। 

Advertisment

২২ এপ্রিল ভারতের ইতিহাসে একটা কালো দিন হিসাবে বর্ণিত হয়ে থাকবে। কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন বহু পর্যটক। আহত হয়েছেন অনেকে। দেশজুড়ে এই ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছেন অনেকে। বাদ যাননি ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। তাঁদের মধ্যে এবার শামিল মেহতাব হোসেনও। প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়েছেন ঘটনার নিন্দায়। একটি ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন নিরীহ মানুষদের গণহত্যার ঘটনায়।

আরও পড়ুন ভূস্বর্গে নারকীয় হত্যাকাণ্ড, জঘন্য ঘটনার প্রতিবাদে কী বলল ইস্টবেঙ্গল?

কী বলেছেন মেহতাব?

Advertisment

মেহতাব ভিডিওতে বলেছেন, 'কাশ্মীরের পহেলগামের ঘটনা মানব ইতিহাসের এক ঘৃণ্যতম অপরাধ হিসেবে থেকে যাবে। যাঁরা এই নারকীয় ঘটনায় স্বজন হারালেন, উপরওয়ালা তাঁদের শক্তি দিন। ইসলামের কাছে এই নারকীয় হত্যাকাণ্ড একরাশ লজ্জা নিয়ে এল। এদের কঠোরতম শাস্তি চাই!' তিনি আরও বলেছেন, 'এই জেহাদি যাঁরা নিজেদের মুসলিম বলে, তাঁরা আসলে মুসলিম নয়। যেটা হয়েছে তার জন্য দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। কেন্দ্র এবং রাজ্য সরকারকে পদক্ষেপ করা উচিত। সাচ্চা মুসলিমরা এসব কাজ করে না। মুসলিমের নামে এরা কলঙ্ক। এঁদের মুসলিম বলতে লজ্জা লাগে।'

ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র মেহতাব দীর্ঘদিন খেলেছেন ইস্টবেঙ্গল ক্লাবে। মোহনবাগানে খেলে তিনি অবসর নেন পেশাদার ফুটবল থেকে। এখন তিনি ফুটবল বিশেষজ্ঞ হিসাবে আইএসএল-এ ধারাভাষ্য দিয়েছে। তিনি যে ক্লাবে খেলে ভারত বিখ্যাত হয়েছিলেন সেই ইস্টবেঙ্গল ক্লাবও বুধবার বিবৃতি দিয়ে পহেলগাঁও হামলার নিন্দা জানিয়েছে। 

আরও পড়ুন কাশ্মীরে নারকীয় হত্যাকাণ্ড, ক্ষোভে ফেটে পড়লেন সৌরভ! জানালেন সমবেদনা

ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'পহেলগাঁওয়ে নিরাপরাধ জনগণের উপর যে ভয়ঙ্কর হত্যালীলা চালানো হয়েছে, তা শুনে আমরা শোকস্তব্ধ। আমরা ইমামি ইস্টবেঙ্গল এফসি-র পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।'

ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'এই কঠিন সময়ে আমরা একত্রিতভাবে নিহতদের পরিবারের পাশে রয়েছি। মানবতায় হিংসার কোনও স্থান হয় না। আশা করছি, শীঘ্রই শান্তি বিরাজমান হবে এবং সুবিচার আসবে।'

pahalgam terror attack Mehtab Hossain