/indian-express-bangla/media/media_files/2025/04/23/01UzDpuBe5EMJajGWE2u.jpg)
পহেলগাঁও জঙ্গি আক্রমণ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly condolence: কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরাপরাধ পর্যটকদের উপর নারকীয় জঙ্গি হামলায় (Pahalgam terror attack) গোটা দেশ শোকস্তব্ধ। এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৭ জন, আহত হয়েছেন বহু। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিভিন্ন মহলের মানুষ। এবার এই ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় সৌরভ লিখেছেন, 'কাশ্মীরে নিরপরাধ পর্যটকদের উপর এই নির্মম হামলায় আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শান্তিপ্রিয় মানুষের উপর এই ধরনের হিংসাত্মক হামলা মানবতার মুখে করাঘাত।'
তিনি আরও বলেন, 'আমরা এই কঠিন সময়ের মধ্যে আক্রান্ত পরিবারগুলোর পাশে রয়েছি। তাঁদের জন্য প্রার্থনা করি যাতে তাঁরা দ্রুত মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। দেশের প্রতিটি নাগরিকের উচিত এই ঘটনায় একসঙ্গে প্রতিবাদ জানানো এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া।'
পুলওয়ামা কাণ্ডের পর এটিকে অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা বলে মনে করা হচ্ছে। হামলার দায় নিয়েছে লস্কর-ই-তইবার শাখা ‘দ্য রেজিস্টেন্স ফ্রন্ট’। জানা গিয়েছে, হামলাকারীরা পুস্তু ভাষায় কথা বলছিল এবং তাদের হাতে ছিল অত্যাধুনিক AK-47 রাইফেল। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন পর্যটকও। ইতিমধ্যে গোটা দেশজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেশের অন্যতম প্রিয় মুখ এই ঘটনায় প্রতিবাদ জানানোয় নতুন করে আলোচনায় উঠে এসেছে কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক মহল থেকে একের পর এক প্রতিবাদ ও নিন্দা বার্তা উঠে আসছে।
East Bengal FC: ভূস্বর্গে নারকীয় হত্যাকাণ্ড, জঘন্য ঘটনার প্রতিবাদে কী বলল ইস্টবেঙ্গল?
সৌরভের এই বার্তা কেবলমাত্র একটি ক্রীড়াবিদের প্রতিক্রিয়া নয়, বরং একজন সংবেদনশীল ভারতীয় নাগরিকের কণ্ঠস্বর। যিনি চাইছেন শান্তি, সহানুভূতি এবং ন্যায়ের প্রতিষ্ঠা। এই মুহূর্তে সারা দেশের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ও চাইছেন—আর যেন কোনো পরিবারকে প্রিয়জন হারানোর বেদনায় ভুগতে না হয়। শান্তিপূর্ণ ভারতের স্বপ্ন যেন হিংসার ছায়ায় না ঢেকে যায়।