Pahalgam terror attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এই ঘটনায় মোট ২৭ জন পর্যটক মারা গিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে বাংলার তিন পর্যটকেরও। তাঁরা হলেন কলকাতার বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বিতান অধিকারী, বেহালার শখের বাজারের সমীর গুহ এবং হায়দরাবাদে কর্মরত আদতে পুরুলিয়ার বাসিন্দা মনীশ রঞ্জন। এই তিনজনই পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। গোটা বিশ্ব এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে শুরু করেছে। আশা করা হচ্ছে, বাকি তিনজনকেও শীঘ্রই নিকেশ করা হবে।
ইতিমধ্যে বাংলার স্বনামধন্য ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal) পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'পহেলগাঁওয়ে নিরাপরাধ জনগণের উপর যে ভয়ঙ্কর হত্যালীলা চালানো হয়েছে, তা শুনে আমরা শোকস্তব্ধ। আমরা ইমামি ইস্টবেঙ্গল এফসি-র পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।'
Pahalgam Attack on 2025-Bollywood: 'কাশ্মীর স্বর্গ না নরক', বিস্ফোরক শাহরুখ থেকে আলিয়া, পহেলগাঁওে নিরীহের মৃত্যুতে সলমন যা বললেন..
ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'এই কঠিন সময়ে আমরা একত্রিতভাবে নিহতদের পরিবারের পাশে রয়েছি। মানবতায় হিংসার কোনও স্থান হয় না। আশা করছি, শীঘ্রই শান্তি বিরাজমান হবে এবং সুবিচার আসবে।'
Mohammed Siraj on Pahalgam Attack: 'এ কেমন লড়াই, জীবনের দাম নেই!' পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে ধিক্কার সিরাজের
প্রকাশ্যে এসেছে সন্ত্রাসবাদীদের ছবি
ইতিমধ্যে যে সন্ত্রাসবাদীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ছবি প্রকাশ্যে এসে গিয়েছে। তাদের নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। উল্লেখ্য, ইতিমধ্যে একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
Pahalgam terror attack: 'বদলা' চেয়ে ফুঁসছে দেশ! 'আগুনে প্ল্যান' রেডি?
সূত্রের খবর, বেছে বেছে পর্যটকদের হত্যা করার পর জঙ্গিরা পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে গা-ঢাকা দিয়েছিল। ইতিমধ্যে দেশের জওয়ানরা তাদের ধরার জন্য় চিরুনিতল্লাশি শুরু করেছে। শোনা যাচ্ছে, সন্ত্রাসবাদীদের কাছে নাকি AK-47 রাইফেল ছিল। এই আগ্নেয়াস্ত্র দিয়েই তারা পর্যটকদের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, জঙ্গিরা নাকি নিজেদের মধ্যে পুস্তু ভাষায় কথা বলছিল।
Pahalgam Terror Attack 2025: 'নিরীহ 'হিন্দু' নাগরিক, নিরীহ নাগরিক না..', গুলির বদলে গুলি, পহেলগাঁও কাণ্ডে স্পষ্ট কথা সৃজিত-ইমনদের...
পহেলগাঁওয়ের যে নারকীয় হত্যালীলার দায় গ্রহণ করেছে লস্কর-ই-তইবার শাখা দ্য রেজিস্টেন্স ফ্রন্ট। এই হামলার মাস্টারমাইন্ডের নামও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, এই আক্রমণের মাস্টারমাইন্ড হলেন সইফুল্লাহ খালিদ। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।