/indian-express-bangla/media/media_files/2025/04/23/kIWfvkMjlqf51Phglg9K.jpg)
Danish Kaneria condems attack: পহেলগাঁও হামলায় গর্জে উঠে বিচার চাইলেন দানিশ কানেরিয়া
Pakistan Hindu cricketer Danish Kaneria: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশ এখন ক্ষুব্ধ। এই হামলায় ২৮ জনেরও বেশি নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন এবং সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া আসছে। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়াও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি হিন্দুদের টার্গেট করার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ফের বর্বরোচিত হামলা রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ভারতের 'মিনি সুইজারল্যান্ড' পহেলগাঁও। পাকিস্তানের হিন্দু ক্রিকেটার ঘটনার নিন্দা জানিয়ে গর্জে উঠেছেন নিজের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে। লিখেছেন, 'ফের বর্বর হামলা হয়েছে পহেলগাঁওয়ে। বাংলাদেশ থেকে বাংলা ও কাশ্মীর পর্যন্ত একই মানসিকতা হিন্দুদের টার্গেট করছে। কিন্তু যাঁরা 'ধর্মনিরপেক্ষ' এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখে, তাঁরা এই কাপুরুষ হামলাকারীদের 'নিপীড়িত সংখ্যালঘু' বলে মনে করে। এ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন বিচার পায়।'
Another brutal attack in Pahalgam. From Bangladesh to Bengal to Kashmir, the same mindset targets Hindus. But 'seculars' and judiciary insist the attackers are 'oppressed minorities.' Victims deserve justice. pic.twitter.com/GtA5WpFjIr
— Danish Kaneria (@DanishKaneria61) April 22, 2025
দানিশ কানেরিয়া পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলছেন এমন কয়েকজন হিন্দু খেলোয়াড়ের একজন যিনি ক্রমাগত ভারতের হয়ে সোচ্চার হয়েছেন বলেন। হিন্দু হওয়ার কারণে পাকিস্তানের হয়ে খেলতে গিয়ে বৈষম্যের শিকার হতে হয়েছিল এই খেলোয়াড়কে। তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানকে তাঁর কেরিয়ার ধ্বংস করার জন্যও অভিযুক্ত করেছেন।
আরও পড়ুন 'ভারতও পালটা হামলা করবে...', পাহেলগাঁও হামলার ঘটনায় 'হুঙ্কার' গম্ভীরের
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও অঞ্চলের বাইসারান উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৮ জন পর্যটক নিহত হন এবং ২০ জনেরও বেশি আহত হন। নিহতদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন, যাঁরা সেখানে বেড়াতে গিয়েছিলেন। এই হামলাটি সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় সাধারণ নাগরিকদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার দুপুর প্রায় ২:৫০ মিনিটে ঘটে ভয়াবহ হামলা। ৪-৬ জন সশস্ত্র জঙ্গি বাইসারান উপত্যকায় উপস্থিত পর্যটকদের উপর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়।
আরও পড়ুন 'এই কারণে কষ্টটা বেশি হচ্ছে...', পহেলগাম হামলার নিন্দা ইরফানের মুখে
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা প্রথমে পুলিশ পরিচয়ে পর্যটকদের কাছে আসে এবং হঠাৎ গুলি চালানো শুরু করে। তাঁরা মূলত অ-মুসলিম পর্যটকদের নিশানা করে। এই হামলায় নিহতদের মধ্যে একজন ভারতীয় নৌসেনা অফিসার এবং একজন আইবি আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে।