জাতীয় দলের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তাঁকেই এবার দেখা যাবে আইপিএল সংসারে। কোহলিদের ফিজিও প্যাট্রিক ফারহার্ট টিম ইন্ডিয়া ছেড়েছেন বিশ্বকাপের ঠিক পরেই। জল্পনা চলছিল তিনি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। সেই জল্পনাকে সত্যি প্রমাণ করেই প্যাট্রিক ফারহার্ট এবার সরকারিভাবে যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে। তিন বছরের চুক্তিতে তিনি সই করলেন রাজধানী শহরের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে।
অবশ্য এবারেই প্রথম নয়, এর আগেও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন তিনি। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্যাট্রিক ফারহার্টকে স্বাগত জানিয়ে লেখা হয়, "দিল্লি ক্যাপিটালস সংসারে প্যাট্রিক ফারহার্টকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। জাতীয় দলের প্রাক্তন ফিজিও আমাদের দলে হেড ফিজিও হিসেবে যোগ দিলেন।"
আরও পড়ুন বিশ্বকাপের পরেই বিপর্যয়! ভারতীয় দল ছাড়লেন দুই সদস্য
আউট হয়ে কেঁদে ভাসালেন ধোনি! হৃদয় ভাঙল একশো কোটির, রইল ভিডিও
রোহিতকে সরাসরি বাদ দিলেন কোহলি! ড্রেসিংরুমে জ্বলল বড়সড় আগুন
সংবাদমাধ্যমের সরকারি বিবৃতিতে প্যাট্রিক ফারহার্ট জানিয়েছেন, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একবার কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। শেষ কয়েকবছর ধরে দিল্লি ক্যাপিটালস দল নিজেদের সংসারে বেশ কিছু সদর্থক পরিবর্তন এনেছে। ২০১৯ সালের আইপিএলে তৃতীয় স্থানে শেষ করা সেটাই প্রমাণ করে।"
কোহলিদের সংসার ছাড়লেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট (টুইটার)
জাতীয় দলে ৪ বছরের বেশি যুক্ত ছিলেন প্যাট্রিক ফারহার্ট। চুক্তি শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছিলেন তারকা ফিজিও। তাঁর হাতযশেই ভারতীয় দলের ফিটনেসের মাত্রা অবিশ্বাস্য মাত্রায় পৌঁছেছে। সেমিফাইনালে ভারতের বিদায়ের পরে টুইটে প্যাট্রিক ফারহাত লিখেছিলেন, "যেরকমটা চেয়েছিলাম, টিম ইন্ডিয়ার আমার শেষদিন মোটেই ভাল কাটল না। শেষ চার বছর দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ। ভবিষ্যতে টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য অনেক শুভেচ্ছা রইল।" পালটা অজি ফিজিওকে শুভেচ্ছা জানিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও।