ISL 2025-26 on hold: স্থগিত হয়ে গেল ISL, এক চিঠিতেই ছিন্নভিন্ন ভারতীয় ফুটবল

FSDL puts ISL 2025-26 on hold: শুক্রবার আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড চিঠি দিয়ে জানিয়ে দিল, এই মরশুমে আইএসএল আপাতত মুলতুবি করা হচ্ছে।

FSDL puts ISL 2025-26 on hold: শুক্রবার আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড চিঠি দিয়ে জানিয়ে দিল, এই মরশুমে আইএসএল আপাতত মুলতুবি করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট

ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট

FSDL puts ISL 2025-26 on hold: বড় ধাক্কা ভারতীয় ফুটবলে। স্থগিত হয়ে গেল আইএসএল (ISL)। আন্তর্জাতিক ফুটবলের মতো ঘরোয়া ফুটবলেও আরও অন্ধকার নামল। যেটার আশঙ্কা ছিল, সেটাই হল শেষপর্যন্ত। কয়েকদিন ধরেই আইএসএল হবে কি হবে না তা নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) চিঠি দিয়ে জানিয়ে দিল, এই মরশুমে আইএসএল (ISL 2025-26) আপাতত মুলতুবি করা হচ্ছে। চিঠি দিয়ে একথা ফেডারেশন (AIFF) এবং ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে এফএসডিএল। সেই চিঠি হাতে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার।

Advertisment

ক্লাবগুলিকে যে চিঠি FSDL পাঠিয়েছে তাতে লেখা রয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের স্বাক্ষরিত হওয়া মাস্টার্স রাইটস চুক্তি আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বরে আইএসএল শুরু হওয়ার কথা থাকলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। নতুন করে চুক্তি হওয়া নিয়ে কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনও রফাসূত্র বের হয়নি। বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরে যেহেতু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই ২০২৫-২৬ মরশুমের আইএসএল পরিকল্পনা, আয়োজন, প্রোমোশন করতে পারছে না FSDL।

 

Advertisment
FSDL Letter: চিঠি দিয়ে একথা ফেডারেশন এবং ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে এফএসডিএল
FSDL Letter: চিঠি দিয়ে একথা ফেডারেশন এবং ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে এফএসডিএল

 

আরও পড়ুন ISL নিয়ে বড় খবর, চরম হতাশ মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা

FSDL চিঠিতে আরও লিখেছে, 'এই পরিস্থিতিতে আমরা ২০২৫-২৬ মরশুম এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তাই যতদিন না নতুন চুক্তি নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ততদিন এই প্রতিযোগিতা মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'

অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি FSDL-এর। ক্লাবগুলির কাছে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং তারা যাতে নিজের মতো করে প্ল্যানিং করতে পারে, তাই চিঠি মারফত সবাইকে বিষয়টি অবগত করা হল।

আরও পড়ুন ১০ বছর কোনও অবনমন থাকবে না আইএসএলে! FSDL-এর প্রস্তাবে মাথায় হাত ফেডারেশনের

উল্লেখ্য, ২০১০ সালে ১৫ বছরের জন্য FSDL-এর সঙ্গে চুক্তি হয় ফেডারেশনের। প্রতি বছর তার জন্য ৫০ কোটি টাকা পায় FSDL-এর কাছ থেকে। এই অবস্থায় বিপদে পড়ে গেল ক্লাবগুলি। পরিস্থিতি ইতিবাচক ভেবে ফুটবলার স করাচ্ছিল ক্লাবগুলি। কিন্তু আইএসএল স্থগিত হয়ে যাওয়ায় মাথায় হাত তাদের। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো অনেক ক্লাব অনিশ্চয়তার কথা ভেবে ফুটবলারদের সইপর্ব স্থগিত রেখেছিল। যাঁদের সই করানো হয়েছে, তাঁদের ক্ষেত্রে ফোর্স ম্যাজেউর পদ্ধতিতে চুক্তি বাতিল করা হতে পারে। এখন ফেডারেশন কী সিদ্ধান্ত নেয় সেটার উপরই নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।

আরও পড়ুন বন্ধ হয়ে যাচ্ছে ISL! ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার ঘিরে লিগের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা

AIFF ISL ISL 2025-26