East Bengal vs Mohun Bagan: আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26) আদৌ আয়োজন করা হবে কি না, সেই ব্য়াপারে তৈরি হয়েছে বিস্তর ধোঁয়াশা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে FSDL-এর চুক্তি পুনর্নবীকরণ না হওয়ায়, গোটা টুর্নামেন্টের ভবিষ্যত আপাতত অনিশ্চয়তার জালে আটকে পড়েছে। এমনকী, এই অনিশ্চয়তার কারণেই আবার বেশ কয়েকটি দল আইএসএল টুর্নামেন্ট খেলবে না বলেও জানিয়ে দিয়েছে। তবে এবার দেশের এই মেগা টুর্নামেন্ট নিয়ে এল একটা বড়সড় আপডেট। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
East Bengal Transfer Update: 'দুঃখের কথা একটাই...', দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গলের সাফল্য প্রত্যাশী সন্দীপ নন্দী
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যাপারে যদি কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে সবার আগে ফেডারেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করতে হবে। আর সেটা নির্বাচন ছাড়া সম্ভব নয়। যতদিন না পর্যন্ত এই নয়া কার্যকরী কমিটি গঠন হবে, ততদিন পর্যন্ত এই বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না।
Mohun Bagan Super Giant: কথা দিয়েও কেন মোহনবাগানে আসছেন না এই ফুটবল তারকা? ফাঁস হল আসল কারণ
কবে হবে নতুন চুক্তি?
এখানেই লেগেছে সবথেকে বড় ধাক্কা! আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করার জন্য MRA অর্থাৎ মাস্টার রাইট এগ্রিমেন্টের প্রয়োজন। নতুন কমিটি তৈরি হওয়ার আগে সেটাও থমকে রয়েচছে। সকলের আপাতত তাকিয়ে রয়েছেন, আগামী ১৮ জুলাই সুপ্রিম কোর্ট কী রায়দান করে। আশা করা হচ্ছে, এরপরই যাবতীয় সমস্যার সমাধান হবে।
Mohun Bagan Super Giant: রোনাল্ডোর এক সিদ্ধান্তে খুশির ঢেউ মোহনবাগানে, আনন্দে লাফাচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা
আপাতত ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত AIFF এবং FSDL-এর মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট রয়েছে। এরপর নির্বাচন আয়োজন করা হবে। এই নির্বাচনের পরই আলোচনা করা হবে চুক্তির (MRA) মেয়াদ নিয়ে। সবমিলিয়ে আশা করা যেতেই পারে যে আরও মাসছয়েক সময় কেটে যেতে পারে। এই পরিস্থিতিতে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন আগামী অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের আগে ২০২৫-২৬ আইএসএল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। সেজন্যই মোহনবাগান সহ বেশ কয়েকটি ISL ক্লাব তাদের প্রস্তুতিও ১৫ দিন থেকে একমাস পিছিয়ে দিয়ে পারে বলে শোনা যাচ্ছে।