/indian-express-bangla/media/media_files/2025/07/29/gambhir-fight-with-oval-curator-2025-07-29-16-16-44.jpg)
Gambhir fight with Oval Curator: পঞ্চম টেস্টে নামার আগেই ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর
Gautam Gambhir angry fight with oval pitch curator Lee Fortis: ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচের আগে উত্তেজনার পারদ চড়েছে মাঠের বাইরেই। দুই দল যখন লন্ডনের ওভালে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) দেখা গেল মাঠের কিউরেটর লি ফোর্টিসের সঙ্গে তর্কে জড়াতে। ম্যাচের আগেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।
সূত্রের দাবি, ভারতীয় দলের খেলোয়াড়দের মাঠের নির্দিষ্ট এক অংশে প্রবেশ করা নিয়ে আপত্তি জানান কিউরেটর ফোর্টিস। এরপরই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় গম্ভীর ও কিউরেটরের মধ্যে। গম্ভীর সরাসরি তাঁকে বলেন, "তোমার থেকে শিখব না আমাদের কী করতে হবে!" এই মুহূর্তটি ভারতীয় মিডিয়ার ক্যামেরাবন্দি হয়েছে এবং দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন বিরাট নিয়ম ভাঙলেন গম্ভীর, হেড কোচ ড্রেসিংরুমে যা করলেন জানলে চোখ কপালে উঠবে
ভিডিও দেখুন: গম্ভীরের তীব্র প্রতিবাদ, কিউরেটরকে স্পষ্ট বার্তা "তোমার থেকে শিখব না!"
VIDEO | Indian team's head coach Gautam Gambhir was seen having verbal spat with chief curator Lee Fortis at The Oval Cricket Ground in London ahead of the last Test match of the series starting Thursday.
— Press Trust of India (@PTI_News) July 29, 2025
After having drawn the fourth Test at Old Trafford, India have a chance… pic.twitter.com/hfjHOg9uPf
যদিও ভারতীয় দল বা সারে কাউন্টি ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে দৃশ্যত কোচ গম্ভীর পুরো ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ।
এর আগে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচে ড্র হয়, যেখানে জাডেজা ও স্টোকসের মধ্যেও কিছুটা বাকবিতণ্ডা হয়। সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ফলে ওভালে পঞ্চম টেস্টটি সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।
আরও পড়ুন 'ওরা সব বলা-কওয়ার উর্ধ্বে...', ইংরেজদের আসল চেহারাটা ফাঁস করলেন গম্ভীর
ভারতীয় ক্রিকেট দল সোমবার লন্ডনে পৌঁছেছে এবং মঙ্গলবার প্রথম প্র্যাকটিস সেশন ছিল। আর সেখানেই ঘটেছে এই বিতর্কিত ঘটনা।
সিরিজ সমতা ফেরাতে মরিয়া শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। অন্যদিকে ইংল্যান্ড চাইবে ঘরের মাঠে সিরিজ নিজেদের করে নিতে। এর মাঝে কোচ-কিউরেটর বিতর্ক নতুন মাত্রা যোগ করল ফাইনাল টেস্টের উত্তেজনায়।