Gautam Gambhir: বিরাট নিয়ম ভাঙলেন গম্ভীর, হেড কোচ ড্রেসিংরুমে যা করলেন জানলে চোখ কপালে উঠবে

Gautam Gambhir dressing room speech: দলের প্রতি পন্থের আত্মত্যাগের মনোভাবের জন্য প্রশংসা করেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও। তিনি ড্রেসিংরুমে সকলের সামনে পন্থের ভূয়সী প্রশংসা করেন।

Gautam Gambhir dressing room speech: দলের প্রতি পন্থের আত্মত্যাগের মনোভাবের জন্য প্রশংসা করেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও। তিনি ড্রেসিংরুমে সকলের সামনে পন্থের ভূয়সী প্রশংসা করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir speech: নিজেরই নিয়ম ভেঙে ড্রেসিংরুমে এ কী করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ?

Gautam Gambhir speech: নিজেরই নিয়ম ভেঙে ড্রেসিংরুমে এ কী করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ?

Team India Coach Gautam Gambhir speech on Rishabh Pant: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে (IND vs ENG 4th Test Match) চোট পাওয়ার পরও ব্যাট করতে নামার যে জেদ ঋষভ পন্থ (Rishabh Pant) দেখিয়েছেন, তা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। ডান পায়ে চিড় ধরার পরও ভারতীয় দলের (Indian Cricket Team) এই উইকেটকিপার ব্যাট হাতে মাঠে নামেন এবং এক অনন্য সাহসিকতার উদাহরণ রাখেন। দলের প্রতি তাঁর এই আত্মত্যাগের মনোভাবের জন্য প্রশংসা করেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। তিনি ড্রেসিংরুমে সকলের সামনে পন্থের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “যে কাজ পন্থ সাধারণত করতে পছন্দ করে না, সেটাই আজ সে করে দেখিয়েছে।”

Advertisment

দুইবারের বিশ্বকাপজয়ী গম্ভীর সাধারণত দলে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পছন্দ করেন না, এমনকী নিজের ক্ষেত্রেও নয়। দলগত খেলায় ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা নিয়ে তাঁর আপত্তি দীর্ঘদিনের। কিন্তু এইবার তিনি তাঁর নিজের সেই নীতি ভেঙে পন্থের কথা প্রকাশ্যে বললেন, কারণ ঋষভ পন্থের এই সাহসিকতা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

Advertisment

গম্ভীরের মতে, পন্থের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন এ কী ভয়ঙ্কর কথা বললেন সঞ্জয়? ভারত ড্র করলেও 'দোষ' গম্ভীরের!

চতুর্থ টেস্টের প্রথম দিন, ব্যাট করার সময় ঋষভ পন্থ ক্রিস ওকসের বল রিভার্স-সুইপ করতে গিয়ে ডান পায়ে মারাত্মক আঘাত পান। তাঁর পা ফুলে যায় এবং অসহনীয় ব্যথায় তিনি হাঁটতেও পারছিলেন না। মাঠ থেকে তাঁকে গল্ফ-কার্টে করে বের করে নিয়ে যাওয়া হয়। স্ক্যানে দেখা যায়, পায়ে চিড় ধরেছে। ফলে টেস্টের বাকি অংশে তাঁর খেলা নিয়ে সন্দেহ তৈরি হয়।

কিন্তু দ্বিতীয় দিন সকালে পন্থ খোঁড়াতে খোঁড়াতে ফের মাঠে নামেন ব্যাট করতে। ম্যানচেস্টারের দর্শকরা তখন দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানান। পন্থ সেই ইনিংসে ৫৭ রান করে আউট হন।

আরও পড়ুন 'ওরা সব বলা-কওয়ার উর্ধ্বে...', ইংরেজদের আসল চেহারাটা ফাঁস করলেন গম্ভীর

ড্রেসিংরুমে গম্ভীরের আবেগঘন বার্তা

ড্রেসিংরুমে একটি আবেগঘন বক্তব্যে গৌতম গম্ভীর বলেন, “আমি সাধারণত ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কথা বলি না। আমি কখনওই দলগত খেলায় কোনও ব্যক্তিকে আলাদা করে দেখি না। কিন্তু তুমি যেটা করেছ, তা শুধু এই ড্রেসিংরুম নয়, ভবিষ্যতের প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। এটাই তুমি করে দেখিয়েছ।”

তিনি আরও বলেন, “এটাই সেই উত্তরাধিকার, যা তুমি নিজে এবং এই ড্রেসিংরুমের সবার জন্য তৈরি করেছ। তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গোটা দলের পক্ষ থেকে অভিনন্দন। এবং দেশ সর্বদা... সর্বদা তোমার উপর গর্ব করবে।”

Gautam Gambhir Rishabh Pant Indian Cricket Team IND vs ENG 4th Test Match