Gautam Gambhir Controversy: 'ওরা সব বলা-কওয়ার উর্ধ্বে...', ইংরেজদের আসল চেহারাটা ফাঁস করলেন গম্ভীর

IND vs ENG 4th Test: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ম্য়াচের পঞ্চম দিন টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করে এবং শেষপর্যন্ত ফলাফল ড্র হয়।

IND vs ENG 4th Test: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ম্য়াচের পঞ্চম দিন টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করে এবং শেষপর্যন্ত ফলাফল ড্র হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir (1)

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর

IND vs ENG 4th Test Match: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্য়াচটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ম্য়াচের পঞ্চম দিন টিম ইন্ডিয়া দুর্দান্ত ব্যাটিং করে এবং শেষপর্যন্ত ফলাফল ড্র হয়। এই ম্য়াচের অন্তিম সেশনে যখন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ব্যাট করছিলেন, ঠিক সেইসময় ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) করমর্দন করে ম্য়াচ ড্র করার আমন্ত্রণ জানান। যদিও জাদেজা এবং সুন্দর এই আমন্ত্রণ অস্বীকার করেন। তাঁদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জাদেজা এবং সুন্দর নিজেদের ব্যাটিং জারি রাখেন এবং অনবদ্য শতরান করেন। ম্য়াচের শেষে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Advertisment

বেন স্টোকস এবং ইংল্যান্ডের উপর রেগে আগুন গৌতম গম্ভীর

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের 'হেডস্যার' গৌতম গম্ভীর। সেইসময় করমর্দনের আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন। এমন প্রশ্ন শুনেই ইংল্যান্ডের উপর রীতিমতো ভড়কে গেলেন গম্ভীর। তিনি পালটা প্রশ্ন করেন, ইংল্যান্ডের কোনও ব্যাটার যদি সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকত, তাহলে ব্রিটিশ ক্রিকেটাররাও কখনও ড্র করত না। বেন স্টোকসের এই আচরণ একেবারেই মেনে নিতে পারেননি তিনি।

Advertisment

IND vs ENG 4th Test: ৩ ব্যাটারের সেঞ্চুরিতে 'নয়া ইতিহাস', প্রথমবার এই ঘটনার সাক্ষী টিম ইন্ডিয়া

এই ব্যাপারে গম্ভীর আরও যোগ করেছেন, 'যদি কেউ ৯০ এবং ৮৫ রানে ব্যাট করে, তাহলে কি তারা শতরানের দাবিদার নয়? তাহলে কি ওরা মাঠ ছেড়ে বেরিয়ে যাবে? যদি ইংল্যান্ডের কোনও ব্যাটার ৯০ এবং ৮৫ রানে ব্যাট করত, কারোর সামনে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করার সুযোগ থাকত, তাহলেও কি আপনারা সেটা করতে দিতেন না? যদি ওরা এভাবেই খেলতে চায়, তাহলে আমার আর কিছু বলার নেই। ওরা সব বলা-কওয়ার উর্ধ্বে। দুজনেই শতরানের যোগ্য দাবিদার ছিলেন। আর সেটা ওরা শেষপর্যন্ত অর্জন করেছে।'

IND vs ENG 4th Test: সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা

টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করলেন ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন সুন্দর এখনও পর্যন্ত ১২ টেস্ট ম্য়াচ খেলেছেন। ব্যাট হাতে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন তিনি। যদিও ম্য়ানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচের আগে তিনি কখনও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে, সুন্দরের সেই স্বপ্নও পূরণ হয়ে গিয়েছে। টেস্ট কেরিয়ারের প্রথম ১০০ করেছেন তিনি। ২০৬ বল খেলে তিনি ১০১ রান করেন। এর পাশাপাশি রবীন্দ্র জাদেজাও দুরন্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। তিনি ১৮৫ বলে ১০৭ রান করেছেন। এই জোড়া শতরানের পরই ম্য়াচ ড্র ঘোষণা করে দেওয়া হয়। এই ম্য়াচে ভারত যে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, সেই জায়গা থেকে যে ম্য়াচটা ড্র হয়ে যাবে, তা কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছেন সুন্দর, জাদেজা, কেএল রাহুল এবং শুভমান গিল। আটকেছেন দলের নিশ্চিত পরাজয়।

Gautam Gambhir Ben Stokes Ravindra Jadeja Washington Sundar IND vs ENG 4th Test Match