/indian-express-bangla/media/media_files/2025/09/07/gautam-gambhir-and-suryakumar-yadav-2025-09-07-18-43-15.jpg)
গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব
Indian Cricket Team: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটা দলই আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে। ভারতীয় ক্রিকেট দল তাদের অভিযান অবশ্য আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু করবে। প্রথম ম্য়াচে তারা খেলতে নামবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। টিম ইন্ডিয়া ইতিমধ্যে এই মরু শহরে পা রেখেছে। দলের প্রত্যেক ক্রিকেটারই যথেষ্ট পরিশ্রম করছেন। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) গোটা দলকে পেপটক দিচ্ছেন।
Indian Cricket Team: 'অন্তত ৪ ক্রিকেট দল দরকার...', BCCI-এর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর
স্পেশাল মেসেজ দিলেন গৌতম গম্ভীর
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে শেয়ার করা ওই ভিডিওয় শিবম দুবে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের ঠিক কী বলেছেন গৌতম গম্ভীর। তিনি জানান, কোচ সবসময় ক্রিকেটারদের একটাই কথা বলেন। যখনই তোমরা দেশের হয়ে খেলতে নামবে, তখনই তোমাদের কাছে নতুন কিছু করার সুযোগ থাকবে।
𝙍𝙚𝙘𝙝𝙖𝙧𝙜𝙚𝙙 𝘼𝙣𝙙 𝙍𝙚𝙛𝙧𝙚𝙨𝙝𝙚𝙙! ⚡️💪#TeamIndia raring to GO! 👏 👏
— BCCI (@BCCI) September 6, 2025
WATCH 🎥🔽 #AsiaCup2025https://t.co/9hKXSyrnK0
এর পাশাপাশি জসপ্রীত বুমরাহের উপরেও সকলের নজর থাকবে। ২০২৪ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপের ফাইনালে তিনি শেষবার এই ফরম্য়াটে খেলেছিলেন। তবে জসপ্রীত জানিয়েছেন যে তরুণ ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে খেলতে পেরে তাঁর খুব ভাল লাগছে। ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট আগুন রয়েছে। তিনি জানিয়েছেন, 'খুব ভাল লাগছে। অনেকদিন পর আবারও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট দলে আমি প্রত্যাবর্তন করলাম। তিন সপ্তাহের এই সময়টা খুব ভাল কাটল। পরিবারকে বেশ খানিকটা সময় দিতে পেরেছি। এই দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার এবং তরুণ প্রতিভা রয়েছে। আশা করছি, আগামী দিনগুলো আরও রোমাঞ্চকর হবে।'
Indian Cricket Team: শতাধিক টেস্ট খেললেও কখনও নেতৃত্ব দেননি টিম ইন্ডিয়াকে! চেনেন এই ৫ ক্রিকেটারকে?
এশিয়া কাপের সবথেকে সফল দল হল ভারত
এশিয়া কাপ ইতিহাসের সবথেকে সফল দলের ব্যাপারে যদি আলোচনা করা যায়, তাহলে ভারতীয় ক্রিকেট দল শীর্ষস্থানে থাকবে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত মোট ৮ বার এশিয়া কাপ জয় করেছে। সূর্যের নেতৃত্বে এবার ভারত নবমবার এশিয়া কাপের খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়ের বয়সই যথেষ্ট কম। তাঁদের থেকে যথেষ্টই প্রত্যাশা রয়েছে।