Indian Cricket Team: 'অন্তত ৪ ক্রিকেট দল দরকার...', BCCI-এর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

Uttar Pradesh Cricket: জনসংখ্যার বিচারে ভারতের সবথেকে বড় রাজ্য হল উত্তর প্রদেশ। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের জনসংখ্যা আনুমানিক ২৪.৬৩ কোটি টাকা। সেকারণে এই রাজ্যে অনেক উদ্যোগই গ্রহণ করা হয়েছে।

Uttar Pradesh Cricket: জনসংখ্যার বিচারে ভারতের সবথেকে বড় রাজ্য হল উত্তর প্রদেশ। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের জনসংখ্যা আনুমানিক ২৪.৬৩ কোটি টাকা। সেকারণে এই রাজ্যে অনেক উদ্যোগই গ্রহণ করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (10)

ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: জনসংখ্যার বিচারে ভারতের সবথেকে বড় রাজ্য হল উত্তর প্রদেশ। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই রাজ্যের জনসংখ্যা আনুমানিক ২৪.৬৩ কোটি টাকা। সেকারণে এই রাজ্যে অনেক উদ্যোগই গ্রহণ করা হয়েছে। কিন্তু ক্রিকেট খেলার ব্যাপারে যদি আলোচনা করতে হয়, তাহলে এত বড় একটা রাজ্যে মাত্র একটাই ঘরোয়া ক্রিকেট দল রয়েছে। ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশ যে সবসময়ই যথেষ্ট শক্তিশালী একটি দল, তা বলাই বাহুল্য। যদিও শেষবার তারা ২০০৫-০৬ মরশুমে মহম্মদ কাইফের নেতৃত্বে রনজি ট্রফির খেতাব জয় করেেছিল। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi aditynath) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে একটি বিশেষ আবেদন করেছেন। রাজ্যের তরুণ ক্রিকেটারদের একটা বড় মঞ্চ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisment

Indian Cricketer Cancer: একা নন ক্লার্ক, ক্যানসার হানা দিয়েছিল এই ভারতীয় ক্রিকেটারের শরীরেও!

যোগী আদিত্যনাথের বিশেষ আবেদন

ইউপি টি-২০ লিগ চলাকালীন যোগী আদিত্যনাথ বললেন, 'উত্তর প্রদেশেই আমাদের রাজ্যের ক্রিকেটারদের জন্য একটা মঞ্চ তৈরি করে দিতে হবে। আমাদের রাজ্য থেকে প্রত্যেকটা খেলাতেই আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হচ্ছে। বিসিসিআইয়ের কাছে আমার একটাই আবেদন, এত বড় একটা রাজ্যে মাত্র একটাই ক্রিকেট দল রয়েছে। ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশ থেকে অন্তত চারটে ক্রিকেট দল দরকার। গোটা রাজ্যে অন্তত ততজন ক্রিকেটার রয়েছে।'

Advertisment

Indian Cricketer Retirement: আচমকা নিলেন অবসর, ভারতীয় ক্রিকেটারের সিদ্ধান্তে হতবাক সকলেই

গত ৬ সেপ্টেম্বর লখনউয়ের একানা স্টেডিয়ামে ইউপি টি-২০ লিগের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। ফাইনাল ম্যাচে মেরঠ ম্যাভেরিক্স এবং কাশী রুদ্রাস খেলতে নেমেছিল। শেষপর্যন্ত কাশী রুদ্রাস জয়লাভ করে এবং দ্বিতীয়বার এই খেতাব নিজেদের ঘরে তুলেছে। 

Indian Cricket Team: শতাধিক টেস্ট খেললেও কখনও নেতৃত্ব দেননি টিম ইন্ডিয়াকে! চেনেন এই ৫ ক্রিকেটারকে?

একমাত্র রনজি খেতাব জয়ী ইউপি ২০১৫-১৬ মরশুমে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে জয়লাভ করেছিল। সেইসময় উত্তর প্রদেশের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না। তারা ফাইনাল ম্য়াচে বরোদাকে হারিয়েছিল। সেইসময় বরোদার হয়ে খেলতেন হার্দিক পান্ডিয়া, ইরফান পাঠান, ইউসুফ পাঠান. দীপক হুডা এবং মুনাফ প্যাটেল। তবে উত্তর প্রদেশ এখনও পর্যন্ত একবারও বিজয় হাজারে ট্রফি জিততে পারেনি।

Indian Cricketer Retirement: ৮ মাসের মধ্য়েই অবসর ৪ ভারতীয় ক্রিকেটারের, পিছনে অন্য কারণ?

গুজরাট এবং মহারাষ্ট্রের কাছে ৩ ঘরোয়া টিম

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গুজরাট এবং মহারাষ্ট্রের কাছে তিনটে করে ঘরোয়া দল রয়েছে। গুজরাট ছাড়াও রয়েছে বরোদা এবং সৌরাষ্ট্র। অন্যদিকে মহারাষ্ট্র ছাড়াও রয়েছে মুম্বই এবং বিদর্ভ ক্রিকেট দল। এবার যোগী আদিত্যনাথও উত্তর প্রদেশের জন্য চারটে ঘরোয়া ক্রিকেট দলের আবেদন বিসিসিআই-এর কাছে করলেন। তবে এই দাবি নতুন নয়, অনেকটাই পুরনো। বহু বছর ধরে উত্তর প্রদেশের ঘরোয়া ক্রিকেট দলের জন্য দাবি করা হচ্ছে।

yogi aditynath Indian Cricket Team