Advertisment

Ravi Shastri on Gautam Gambhir: লজ্জার সিরিজ হারের পর গম্ভীরকে কি সরানো উচিত! মুখ খুলে বড় মন্তব্য এবার শাস্ত্রীর

Ravi Shastri defends Gautam Gambhir's coaching: এই পরাজয় ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার কাছে এক বড় ধাক্কা। দুটো টেস্ট ম্যাচেই দেখা গেছে যে, ভারতীয় ব্যাটাররা পরপর আউট হয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ravi Shashtri & Gautam Gambhir, রবি শাস্ত্রী ও গৌতম গম্ভীর

Ravi Shashtri & Gautam Gambhir: রবি শাস্ত্রী ও গৌতম গম্ভীর। (ছবি- টুইটার)

India vs New Zealand: নিউজিল্যান্ডের কাছে ভারতের টেস্ট সিরিজ হারের পর প্রধান কোচ গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। শুক্রবারই মাত্র তিন দিনে নিউজিল্যান্ডের কাছে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। হেরেছে ১১৩ রানে। গত সপ্তাহেই সিরিজের প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর পুনেতেও হারায় সিরিজ জিতে গেল নিউজিল্যান্ড। যার ফলে, ৪,৩৩১ দিন বাদে, ভারতের হোম সিরিজ জয়ের ধারাবাহিকতার অবসান ঘটল। 

Advertisment

এই পরাজয় ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার কাছে এক বড় ধাক্কা। দুটো টেস্ট ম্যাচেই দেখা গেছে যে, ভারতীয় ব্যাটাররা পরপর আউট হয়েছেন। যার ফলে বড় সমালোচনার মুখে পড়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: শাস্ত্রী নিজের কেরিয়ারে কী জিতেছে অস্ট্রেলিয়ায় সাফল্য ছাড়া! গম্ভীরের অপমানজনক সেই মন্তব্য আবারও হেডলাইন

এই সময়ই রবি শাস্ত্রীকে পাশে পেলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের প্রধান কোচ সম্পর্কে শাস্ত্রী বলেছেন, 'দুটো টেস্ট ম্যাচেই নিউজিল্যান্ড ভারতকে ভালোভাবে হারিয়েছে। এটা চিন্তার ব্যাপার। কিন্তু, গম্ভীর সবে দায়িত্ব নিয়েছে। এত বড় দলের কোচ হওয়া কখনও সহজ না। কোচ হিসেবে এখনও ওঁর কেরিয়ার সেভাবে শুরুই হয়নি। আশা করি, ও শিগগিরিই  শিখে যাবে।'

আরও পড়ুন- তারকা না থাকা টিম ইন্ডিয়ার 'ক্ষতি'! ইন্ডিয়া-অস্ট্রেলিয়া সুপার সিরিজের আগেই বড় মন্তব্য অজি কোচের

নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার পুনেতে ১৩ উইকেট নিয়েছেন। এই স্পিনের জালেই ভারতকে জড়িয়ে কিউইরা তাদের প্রথম টেস্ট সিরিজ জয় করে ইতিহাস তৈরি করল। ম্যাচের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের ৩৫৯ রান তাড়া করতে গিয়ে ভারত ২৪৫ রানেই অলআউট হয়ে যায়। এর ফলে, তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড বর্তমানে ২-০ ব্যবধানে এগিয়ে। এর আগে ২০১২ সালে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল। সেই সময় অ্যালিস্টার কুকের ইংল্যান্ড ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। ১৯৫৫ সাল থেকে নিউজিল্যান্ড ভারতে টেস্ট সিরিজ খেলছে। কিন্তু, এই প্রথমবার তারা ভারতের মাটিতে সিরিজ জিতল। 

Gautam Gambhir Ravi Shastri Cricket News Indian Cricket Team Indian Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment